মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে জান্নাতুল মাওয়া (২৫) নামের এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুন) ভোর রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাত সদর উপজেলার হোসেনপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে ও লক্ষীপুর হলি গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে জান্নাত শহরের হাসপাতাল সড়কের লক্ষীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। তিনি বিয়ে করেননি। তার সম্পর্কের ভাই তারেক হোসেনের সঙ্গে হাসপাতাল সড়কের নুর ভবনে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (১২ জুন) রাতে তিনি বিষপান করেছেন জানিয়ে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাম প্রকাশ না করা শর্তে ওই শিক্ষা-প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, জান্নাতের সাথে প্রতিষ্ঠানের এক শিক্ষকের পরকিয়া চলছিল। এর জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করতে পারেন।
বিষপানের বিষয়টি অস্বীকার করে শিক্ষিকার ভাই তারেক হোসেন বলেন, জান্নাতের বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কয়েকবার বমি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষীপুর হলি গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন, স্কুল দু-দিন ধরে বন্ধ রয়েছে। শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে গিয়েছি। তবে স্কুলের কোন শিক্ষকের সঙ্গে তার পরকিয়া ছিল বলে আমার জানা নেই।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিষপান অবস্থায় জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। কয়েকবার বমি করেছে। পরে তার মৃত্যু হয়েছে।
লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






























