শিরোনাম :
Logo রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প Logo সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা Logo সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সেঙ্গুয়া-আশারকোটা এলাকার মানুষ” Logo রাকসুতে গণযোগাযোগ বিভাগ থেকেই লড়বেন ভিপিসহ ২২ জন প্রার্থী Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা,কয়রা যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য Logo উপাচার্যের আশ্বাসের এক বছরেও হয়নি জুলাই কর্নারের বাস্তবায়ন Logo আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের ভূমিকাঃ আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

লক্ষীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪১:০১ অপরাহ্ণ, শনিবার, ২৬ মে ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

মু.ওয়াছীউদ্দিন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে বৃষ্টির পানি নিষ্কাশন পথ নিয়ে দ্ব›েদ্বর জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন এর নেতৃত্বে হামলা চালানো হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের গোলদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দালাল বাজার ইউনিয়নের খিদেরপুর মাগন বাড়ির আবুল খায়ের (৫০), শান্তি বেগম (৪৫) এবং খোরশেদ আলম খোকন (২৬)। অভিযুক্ত মিরাজ হোসেন রাখালিয়া গ্রামের মো. বাবুলের ছেলে, রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলদার বাড়ির সামনের রাস্তা ধরে রাখালিয়া বাজার যাওয়ার পথে খোরশেদ আলম খোকনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মিরাজ হোসেন ও তার লোকজন। এসময় খোকনকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে মা শান্তি বেগম এবং বাবা আবুল খায়েরকেও মারধর করে হামলাকারীরা। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

আহত আবুল খায়ের বলেন, সামান্য বৃষ্টির পানি নিষ্কাশনের পথ নিয়ে দীর্ঘদিন যাবত মিরাজের শশুর আব্দুল আজিজ বকুলদের সাথে দ্ব›দ্ব চলে আসছে। এরই জেরে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, এরআগেও দুইবার হামলার স্বীকার হয়েছেন তারা। মিরাজের নেতৃত্বে রাখালিয়া গ্রামের নক্তি বাড়ির আব্দুল আজিজ বকুল ও তার ছেলে স্বপন, রবিউল হকের ছেলে কাজল, আব্দুল লতিফের ছেলে মো. বাবু, গণি মিয়ার ছেলে মো. সুরুজ তাদের উপর হামলা চালায় বলে জানান তিনি।

রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন মুঠোফোনে জানান, তিনি হামলা করেন নি। তবে শুনেছেন এলাকায় মারামারি হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউসূফ জালাল কিসমত জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

লক্ষীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩

আপডেট সময় : ০৮:৪১:০১ অপরাহ্ণ, শনিবার, ২৬ মে ২০১৮

মু.ওয়াছীউদ্দিন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে বৃষ্টির পানি নিষ্কাশন পথ নিয়ে দ্ব›েদ্বর জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন এর নেতৃত্বে হামলা চালানো হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের গোলদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দালাল বাজার ইউনিয়নের খিদেরপুর মাগন বাড়ির আবুল খায়ের (৫০), শান্তি বেগম (৪৫) এবং খোরশেদ আলম খোকন (২৬)। অভিযুক্ত মিরাজ হোসেন রাখালিয়া গ্রামের মো. বাবুলের ছেলে, রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলদার বাড়ির সামনের রাস্তা ধরে রাখালিয়া বাজার যাওয়ার পথে খোরশেদ আলম খোকনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মিরাজ হোসেন ও তার লোকজন। এসময় খোকনকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে মা শান্তি বেগম এবং বাবা আবুল খায়েরকেও মারধর করে হামলাকারীরা। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

আহত আবুল খায়ের বলেন, সামান্য বৃষ্টির পানি নিষ্কাশনের পথ নিয়ে দীর্ঘদিন যাবত মিরাজের শশুর আব্দুল আজিজ বকুলদের সাথে দ্ব›দ্ব চলে আসছে। এরই জেরে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, এরআগেও দুইবার হামলার স্বীকার হয়েছেন তারা। মিরাজের নেতৃত্বে রাখালিয়া গ্রামের নক্তি বাড়ির আব্দুল আজিজ বকুল ও তার ছেলে স্বপন, রবিউল হকের ছেলে কাজল, আব্দুল লতিফের ছেলে মো. বাবু, গণি মিয়ার ছেলে মো. সুরুজ তাদের উপর হামলা চালায় বলে জানান তিনি।

রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন মুঠোফোনে জানান, তিনি হামলা করেন নি। তবে শুনেছেন এলাকায় মারামারি হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউসূফ জালাল কিসমত জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।