শিরোনাম :
Logo শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত Logo আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামাব না : শামীমা ইয়াছমিন Logo বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম Logo বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেত্রী Logo এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির Logo ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের Logo নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করল ভারত Logo কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন Logo হাতপাখার প্রার্থী মানসুর আহমদ সাকী’র সাথে পূর্ব ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় Logo আ’লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার

সংস্কার শেষ না হতেই লক্ষীপুরের মতিরহাট সড়ক বেহাল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ২১ মে ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক। বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে থাকার পর গত দুমাস আগে কেবলমাত্র পিচঢালা হয়েছে, পুরো কাজ এখনো সম্পন্ন হয়নি। তোরাবগঞ্জ থেকে পশ্চিম দিকে ২ কিলোমিটারে এখানো ভাগ্যের চাকাও ঘুরেনি।কিন্তু এর মধ্যে যে অংশ করেছে তাতে নিম্নমানের ইটেরকণা(রাবিশ)- কম উচ্চতার পিচ-পাথর, পাশের খাল ও রাস্তার মিলনস্থলে খুটি, বক্ল দিয়ে ভিত তৈরি না করে পিচঢালা হয়েছে। এতে অল্প সময়ের মধ্যে মতিরহাট বড় সেতু সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে পাশের খালের ধসে পড়েছে। সংস্কার শেষ না হতেই সড়কটি আবার বেহাল। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমনটিই অভিযোগ প্রত্যক্ষদর্শী স্থানীয়দের।
“এটা কী কাজ করলো? খালের পাশে আগে কী মজবুত করে ভিত তৈরি করেছে? ভিত না করেই খালের ওপর পিচঢালা হয়েছে। সে সময়েও আমরা বলেছি, এ রাস্তা বেশিদিন টিকবেনা। ঠিক তাই হয়েছে। রাবিশ, পঁচা সিমেন্ট, কম রড দিয়ে বক্ল ও খুটি বানানো হয়েছে। এখানে আনার পর এগুলো এমনে এমনেই খসে পড়েছে।”
এভাবেই ক্ষোভের স্বরে অভিযোগ জানালেন স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক। রাতে গাড়ি কম চলার স‚ত্রকে কাজে লাগিয়ে রাতে নির্মাণাধিন সড়কের বিভিন্ন অংশ পিচঢালা হয়েছে। এতে সড়ক নির্মাণে কম পিচ-পাথর প্রয়োগের অভিযোগ রয়েছে। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয়রা প্রতিবাদের ঝড় তুললে কর্তৃপক্ষ বিষয়টি তেমন গুরুত্বের সাথে নেয়নি।
স্থানিয়রা জানান, সড়ক সংলগ্ন বাজার ও দোকান-পাটের কাছে পিচ- পাথর ঠিকমতো দিলেও অন্যান্য অংশে ব্যাপক অনিয়ম করা হয়েছে। মটর সাইকেল চালিয়ে বাড়ির পথে ফিরছেন স্থানিয় কলেজ ছাত্র তৌসিফ মাহমুদ হৃদয়। এ প্রতিবেদককে দেখে মটর সাইকেল রেখে কাছে আসেন। পরক্ষণেই তিনি দেখান, মটর সাইকেল রাস্তায় রাখায় স্ট্যান্ড অনেক নিচে তলিয়ে গেছে।
তিনি এ প্রতিবেদককে সড়কের বিভিন্ন ধসে পড়া অংশ ঘুরে ঘুরে দেখান। তিনি বলেন, “এ প্রত্যন্ত অঞ্চলের মানুষ এমনিতেই অসহায়। একই বরাদ্দ বার বার আসেনা। আমরাওতো এ রাষ্ট্রের মানুষ, নাকি? যা এখানে সাড়ে তিন কিলোমিটার কাজের বরাদ্দ আসলো, তা আমরা ঠিকমতো বুঝিয়ে পায়নি।” বিষয়টি নিয়ে কথা হয় জেলা এলজিইডি নির্বাহী কর্মকর্তা কেএম রশিদ আহম্মদের সাথে। ঘটনা স্বীকার করে তিনি জানান, ওখানে সড়ক নির্মাণ কাজে একটু সমস্যা হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

সংস্কার শেষ না হতেই লক্ষীপুরের মতিরহাট সড়ক বেহাল

আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ২১ মে ২০১৮

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক। বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে থাকার পর গত দুমাস আগে কেবলমাত্র পিচঢালা হয়েছে, পুরো কাজ এখনো সম্পন্ন হয়নি। তোরাবগঞ্জ থেকে পশ্চিম দিকে ২ কিলোমিটারে এখানো ভাগ্যের চাকাও ঘুরেনি।কিন্তু এর মধ্যে যে অংশ করেছে তাতে নিম্নমানের ইটেরকণা(রাবিশ)- কম উচ্চতার পিচ-পাথর, পাশের খাল ও রাস্তার মিলনস্থলে খুটি, বক্ল দিয়ে ভিত তৈরি না করে পিচঢালা হয়েছে। এতে অল্প সময়ের মধ্যে মতিরহাট বড় সেতু সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে পাশের খালের ধসে পড়েছে। সংস্কার শেষ না হতেই সড়কটি আবার বেহাল। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমনটিই অভিযোগ প্রত্যক্ষদর্শী স্থানীয়দের।
“এটা কী কাজ করলো? খালের পাশে আগে কী মজবুত করে ভিত তৈরি করেছে? ভিত না করেই খালের ওপর পিচঢালা হয়েছে। সে সময়েও আমরা বলেছি, এ রাস্তা বেশিদিন টিকবেনা। ঠিক তাই হয়েছে। রাবিশ, পঁচা সিমেন্ট, কম রড দিয়ে বক্ল ও খুটি বানানো হয়েছে। এখানে আনার পর এগুলো এমনে এমনেই খসে পড়েছে।”
এভাবেই ক্ষোভের স্বরে অভিযোগ জানালেন স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক। রাতে গাড়ি কম চলার স‚ত্রকে কাজে লাগিয়ে রাতে নির্মাণাধিন সড়কের বিভিন্ন অংশ পিচঢালা হয়েছে। এতে সড়ক নির্মাণে কম পিচ-পাথর প্রয়োগের অভিযোগ রয়েছে। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয়রা প্রতিবাদের ঝড় তুললে কর্তৃপক্ষ বিষয়টি তেমন গুরুত্বের সাথে নেয়নি।
স্থানিয়রা জানান, সড়ক সংলগ্ন বাজার ও দোকান-পাটের কাছে পিচ- পাথর ঠিকমতো দিলেও অন্যান্য অংশে ব্যাপক অনিয়ম করা হয়েছে। মটর সাইকেল চালিয়ে বাড়ির পথে ফিরছেন স্থানিয় কলেজ ছাত্র তৌসিফ মাহমুদ হৃদয়। এ প্রতিবেদককে দেখে মটর সাইকেল রেখে কাছে আসেন। পরক্ষণেই তিনি দেখান, মটর সাইকেল রাস্তায় রাখায় স্ট্যান্ড অনেক নিচে তলিয়ে গেছে।
তিনি এ প্রতিবেদককে সড়কের বিভিন্ন ধসে পড়া অংশ ঘুরে ঘুরে দেখান। তিনি বলেন, “এ প্রত্যন্ত অঞ্চলের মানুষ এমনিতেই অসহায়। একই বরাদ্দ বার বার আসেনা। আমরাওতো এ রাষ্ট্রের মানুষ, নাকি? যা এখানে সাড়ে তিন কিলোমিটার কাজের বরাদ্দ আসলো, তা আমরা ঠিকমতো বুঝিয়ে পায়নি।” বিষয়টি নিয়ে কথা হয় জেলা এলজিইডি নির্বাহী কর্মকর্তা কেএম রশিদ আহম্মদের সাথে। ঘটনা স্বীকার করে তিনি জানান, ওখানে সড়ক নির্মাণ কাজে একটু সমস্যা হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।