এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর প্রেসক্লাব থেকে বণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার দিনাজপুর প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের বনাঢ্য র্যালির নেতৃত্ব ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএমএসএফ জেলার শাখার সভাপতি সুলতান মাহমুদ ।
বিএমএসএফ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছাত্তারের সঞ্চালনায় বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএমএসএফ স্থানীয় কমিটির সদস্য শাহ আলম শাহী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু, সাধারন সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হোসেন প্রমুখ ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বিএমএসএফ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি মনসুর রহমান, প্রচার সম্পাদক লিটন হোসেন আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নিবাহী কমিটির সদস্য এ,কে,এম শফিউদ্দীন আহমেদ, ওয়াহেদুর রহমান, আজাহার আলী রেজা মাষ্টার, মিজানুর রহমান ডোফুরা, সাংবাদিক আব্দুস সালাম, রেজাউল করিম প্রমুখ। :
























































