মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার খাদিমুল হত্যাকন্ডের ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এদিন ভোরের দিকে শহরের ব্র্যাক অফিসের সন্নিকটে খাদেমুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনায় তার পরিবার মামলা দায়ের করতে অপরাগত প্রকাশ করায় সদর থানার এস.আই রফিক বাদী হয়ে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং- ২২। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে।
































