রিপোর্ট: ইমাম বিমান: ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো.হামিদুল হক ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা(বর্তমান মুজিবনগর)আমবাগানে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিপ্লবীসরকার শপথ গ্রহন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পশ্চিম-পাকিস্তানের কারগারে বন্ধি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি থাকলেও তাকে বিপ্লবীসরকারের রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গির আলম, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনটি স্বরনে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের উদ্যেগে দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শহরস্থ টাউন হলে বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো.শাহ আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কুমার কর্মকারের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ:লীগ সাধারন সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান মো: সুলতান হোসেন খান, পৌর-মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর-আ:লীগের সাধারন সম্পাদক মাহবুব হোসেন, জেলা মহিলালীগের যুগ্ন-আহ্বায়ক শারমীন মৌশুমি কেকা, এ্যাড.এস এ ফজলুল হক, শহর যুবলীগ নেতা আলী আকবর আকাশ, ছাত্রলীগ সভাপতি মো.শফিকুর রহমান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বারকাউন্সিলের বিজ্ঞ পিপি আ:মন্নান রসুল, জেলা মহিলালীগের আহ্বায়ক হোসনে আরা মান্নান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিল, পৌর-কাউন্সিলর ও জেলা যুবলীগ যুগ্ন-আহ্বায়ক মো.রেজাউল করিম জাকির (জিএস জাকির), পৌর-কাউন্সিলর ও যুবলীগ নেতা হাফিজ আল মাহমুদ সহ পৌর ও জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ অবিভাবকগন উপস্থিত ছিলেন।