এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে বিচার বিভাগ সম্পুর্ণ স্বাধীনভাবে কাজ করছে । ফলে সাধারন মানুষ ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ পেয়েছে।
১১ এপ্রিল বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের অর্থ আত্মসাতের মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আর রায় দিয়েছে বিচার বিভাগ। কিন্তু এতিমদের টাকা মেরে খাওয়ার পর এটি রাজনৈতিক মামলা হিসেবে জাহির করার চেষ্টা চালানো হচ্ছে। এতিমদের টাকা আত্মসাতকারী খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি-জামায়াত এখন বিভিন্ন ষড়যন্ত্র করছে। যা আদালত অবমাননার শামিল। তিনি বলেন, বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয় স্থল। তাই সাধারন মানুষ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঠিক ভাবে কাজ করার আহবান জানান তিনি।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত সভাপতি মোঃ নুরুজ্জামান জাহানীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তহিদুল হক সরকারের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত এ্যাড. মোঃ মজিবুর রহমান, এ্যাড মোঃ নুরুল ইসলাম, এ্যাড. সারওয়ার আহমেদ বাবু, এ্যাড. খুরশীদা পারভনি জলি, সদস্য এ্যাড. মোঃ আব্দুল মাসুদ উজ্জল, এ্যাড. আবু সোহেল মোঃ শাহরিয়ার, এ্যাড. মোছাঃ সায়িমা সুলতানা ও এ্যাড মোঃ মোকসেদুর রহমান সাহাজাদা প্রমুখ।































