কাজের প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে ঝিনাইদহের আরিফুল গ্রেফতার !

  • আপডেট সময় : ১২:২৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক গার্মেন্ট কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামের আবদুর রবের ছেলে আবু সামা ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পুরনো বাখরবা গ্রামের তোফাজ্জেল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম। উদ্ধার হওয়া ওই তরুণী জানান, নেত্রকোনা জেলার কমলগঞ্জ উপজেলায় তার বাড়ি। তিনি রাজধানীর একটি গার্মেন্টে কাজ করেন। তার সঙ্গে একই গার্মেন্টে ওই দুই যুবকও কাজ করে। এই সূত্রে তাদের পরিচয়। বেশি বেতনে অন্য গার্মেন্টে কাজের প্রলোভন দেখিয়ে শুক্রবার দুপুরে ওই দুই যুবক তাকে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তাদের কথাবার্তা যৌন পল্লীতে বিক্রির বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। গোয়ালন্দ ঘাট থানার এএসআই তমাল হোসেন বলেন, দুই পাচারকারীকে গ্রেফতার ও ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই তরুণী শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজের প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে ঝিনাইদহের আরিফুল গ্রেফতার !

আপডেট সময় : ১২:২৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮

ঝিনাইদহ সংবাদাতাঃ

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক গার্মেন্ট কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামের আবদুর রবের ছেলে আবু সামা ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পুরনো বাখরবা গ্রামের তোফাজ্জেল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম। উদ্ধার হওয়া ওই তরুণী জানান, নেত্রকোনা জেলার কমলগঞ্জ উপজেলায় তার বাড়ি। তিনি রাজধানীর একটি গার্মেন্টে কাজ করেন। তার সঙ্গে একই গার্মেন্টে ওই দুই যুবকও কাজ করে। এই সূত্রে তাদের পরিচয়। বেশি বেতনে অন্য গার্মেন্টে কাজের প্রলোভন দেখিয়ে শুক্রবার দুপুরে ওই দুই যুবক তাকে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তাদের কথাবার্তা যৌন পল্লীতে বিক্রির বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। গোয়ালন্দ ঘাট থানার এএসআই তমাল হোসেন বলেন, দুই পাচারকারীকে গ্রেফতার ও ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই তরুণী শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।