এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার স্কুলে অভিভাবক দিবস-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং দিনাজপুর ধর্ম-প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কসবা মাদার হাউজ শান্তি রাণী সিস্টারস্ সংঘ’র সুপেরিওর জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সিআইসি। অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সিস্টার বীণা রোজারিও সিআইসি স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দ্যেশে বলেন আপনার সন্তানদের সামনে সব সময় সত্য কথা বলবেন এবং মিথ্যা থেকে দুরে থাকবেন। তাদের ছোট বেলায় যে, শিক্ষাটি দিবেন সেটিই তারা খুব গুরুত্বের সাথে গ্রহণ করবে। পড়া-শুনার পাশাপাশি খেলা ধুলা ও সুষ্ঠ সাংস্কৃতি চর্চায় গুরুত্ব প্রদান করতে হবে।
অভিভাবক দিবসে অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।