ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ বিএনপি, জামায়াত ও শিবির নেতাকর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজাবাহার আলী শেখ জানান, সপ্তাহ ব্যাপী ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৩৫ জন, শৈলকুপা থেকে ১৩ জন, হরিণাকুন্ডু থেকে ২ বিএনপি নেতাকর্মীসহ ৮ জন কালীগঞ্জ থেকে ৮ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ২ জামায়াত-শিবিরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ