হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলের ৩ দিনের রিমান্ড বহাল রেখেছেন আদালত। বুধবার (৪ এপ্রিল ) দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচার মোঃ আমজাদ হোসেন দীর্ঘ শুনানী শেষে নিন্ম আদালতের দেয়া রিমান্ড বহাল রাখেন। এর আগে ২ এপ্রিল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। আদালত রুবেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রুবেলের আইনজীবি উচ্চ আদালতে রিমান্ডের বিরুদ্ধে রিভিশন করবেন মর্মে আবেদন করলে গতকাল বুধবার পর্যন্ত রিমান্ড স্থগিত করেন বিচারক। প্রসঙ্গত চুনারুঘাটে ব্যবসায়ী ও সুন্নী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ক্ষমতার দ্বন্দ্ব আর জমি সংক্রান্ত বিরোধের কারণেই খুন হতে হয়েছে ওই ব্যবসায়ী নেতাকে। ইতিমধ্যে এ হত্যাকান্ডে অনেক রাঘব বোয়ালের সম্পৃক্ততা মিলেছে বলে দাবী গোয়েন্দা পুলিশের। কিলিং মিশনের অন্যতম একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গত রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, কিলিং মিশনে ছিল অন্তত ৫ জন। তারাই মূল কিলার। সাইফুল ইসলাম রুবেলের ভাড়া নেয়া অফিসে বসেই এক মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। কারা অর্থ দেবে, কিলিংয়ে অংশ নেবে, কিলার ভাড়া করবে সব সিদ্ধান্তই এখানে হয়। ইতিমধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন জসিম উদ্দিন চৌধুরী শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তির সূত্র ধরে তদন্তও অনেক এগিয়ে গেছে। বেরিয়ে এসেছে মামলার ক্লু ও মোটিভ।