মেহেরপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা উপেক্ষা করে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এইচএসসি কোচিং চালানোর অপরাধে গোল্ডেন ফিউচার কোচিং সেন্টার নামের একটি কোচিং সেন্টারে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরের দিকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক ওই অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে দন্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী কোচিং মালিক কামরুজ্জামানের দুইশ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ওই কোচিং সেন্টার তালা মেরে সিলগালা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রশ্ন ফাঁস রোধে সারাদেশে ২৯ মার্চ-২০১৮ থেকে এইচএসসি পরীক্ষা চলাকালীন পর্যন্ত এইচএসচি কোচিং গুলো বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার চালাচ্ছিল ওই প্রতিষ্ঠানটি।
শনিবার
২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ