মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে পানি চলাচলের রাস্তা অবৈধ ভাবে দখল করে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার আদিত্যপুর গ্রামের রাকেশ চন্দ্র’র পুত্র শিব শংকর ভট্টাচার্য্য, ভবানী শংকর ভট্টাচার্য্য ও রণজিৎ ভট্টাচার্য্য অবৈধ ভাবে সরকারি ১নং খতিয়ানের ভ‚মি অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে গ্রামের লোকজনের চলাচলে ব্যঘাত ঘটছে। এ ব্যাপারে উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র মোঃ সামছু মিয়া রবিবার (১লা মার্চ) নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) আতাউল গণি ওসমানীর বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।























































