মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ তাঁতী লীগের ১৫ তম প্রতিষ্ঠা উপলক্ষে মেহেরপুরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গতকাল সোমবার বিকালে শহরের কলেজ মোড়ে জেলা তাঁতীলীগের সভাপতি নূর ইসলাম সুবাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল প্রমূখ।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,মিজানুর রহমান জনি, জুয়েল রানা, জেলা তাঁতীলীগের প্রচার সম্পাদক আতাউর রমহান, সদর উপজেলা তাঁতীলীগের উপদেষ্ঠা শহিদুজ্জামান সুইট , সভাপতি সোহেল আহামেদ প্রমুখ।
সদর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহ সভাপতি নাদিম মাস্তান, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক রায়হান, গাংনী উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল মজিদসহ দলীয় নেতাকর্মীরা। পরে বাংলাদেশ তাঁতী লীগের ১৫ তম প্রতিষ্ঠা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
শনিবার
২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ