মেহেরপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংতুলি ডিজিটাল একাডেমী স্কুলে ছাত্র-ছাত্রীদের ফ্রী চিকিৎসা প্রদান ও বিনামূল্য ঔষধ বিতরন করা হয়েছে। গতকাল শহরের গড়পাড়ায় অবস্থিত রংতুলি ডিজিটাল একাডেমী স্কুলে সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া, প্রতিষ্ঠাতা রাশেদুজ্জামান রাশেদ, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য রাহিনুর জামান পলেন, এটিএম খালিদ রানা, সাইফুল্লাহ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন রংতুলি সমাজ উন্নয়ন সংস্থা।





















































