মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয় মধ্য বাহাদুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ছাত্রলীগ কোন অস্ত্রের রাজনীতি বিশ^াস করেনা, ছাত্রলীগ নেতা সুজন স্থানীয় অপরাজনীতির শিকার হয়েছে বলে দাবী করেন তিনি।









































