ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৩ মার্চ) বিকালে লামা বাজার ছোট নুনারবিল মার্মা পাড়ার জনৈক মেফার বাড়ি হতে ৭৩ পিচ ইয়াবা, ৪টি মোবাইল, নগদ ২ হাজার ৫ শত টাকা সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হল, বচিং মার্মা প্রকাশ বথি (৪০) পিতা- হ্লাথোয়াই প্রæ মার্মা, ছোট নুনারবিল মার্মা পাড়া, লামা পৌরসভা ও মো. ইউছুপ (২৬) পিতা- মো. রবিউল ইসলাম, টিএন্ডটি পাড়া, লামা পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. রহমত আলীর নেতৃত্বে একটি সেনাবাহিনী টিম ছোট নুনারবিল মার্মা পাড়ায় অভিযান চালায়। এসময় জনৈক মেফার বাড়ি হতে ৭৩ পিচ ইয়াবা, ৪টি মোবাইল, নগদ ২ হাজার ৫ শত টাকা সহ দুইজনকে আটক করা হয়। পরে লামা থানা পুলিশের কাছে ইয়াবা, টাকা, মোবাইল সহ দুইজনকে হস্তান্তর করা হয়। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন সঙ্গীয় পুলিশ নিয়ে মাদক ব্যবসায়ীদের নিয়ে যায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ উক্ত মার্মা পাড়াটিতে ইয়াবার রমরমা ব্যবসা চলে আসছিল। ইয়াবা সহ দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মাদক আইনে দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়া আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।























































