ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো-রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)। সোমবার সকালে তাদের আটক করা হয়। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২’শ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ