শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এর যোগদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ণ, রবিবার, ১১ মার্চ ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর যোগদান করেছেন।
১১ মার্চ রোববার সকালে তিনি দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ড. ছবুর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জীবনদাসকাঠি গ্রামের শ্যামল পরিবেশে জন্ম জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ইসমাইল আকন ও মরহুমা আমেনা বেগমের ৬ষ্ঠ সন্তান। এক বোন ও ছয় ভাইয়ের সকলেই নিজ নিজ শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। পিতা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য একজন শিক্ষক। ড. ছবুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) হতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) হতে পিএইচডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন। তাঁর পিএইচডি কালীন একাধিক পাবলিকেশন গবেষণার ক্ষেত্রে highly cited। বর্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি সকল পর্যায়েই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ড. ছবুর ২০০১ সালের ২৮ মে একজন নবীন কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি মাগুরায় সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট, বাগেরহাটের ফকিরহাটে সহকারী কমিশনার (ভূমি), বরগুনায় আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমতলীতে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৭ সালে সংঘটিত সিডরের ভয়াবহ তান্ডবকালীন উদ্ধার এবং দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০০৮ সালে আইডি কার্ড প্রণয়ন, ৯ম জাতীয় সংসদ এবং ২০০৯ সালের উপজেলা পরিষদের নির্বাচনের সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরপরে প্রায় দুই বছর তিনি সরকারি পরিবহণ পুলে যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। যানবাহন মেরামত কারখানার আধুনিকায়নে এবং ত্বরিৎ উন্নত সেবা প্রদানে তিনি নানাবিধ কার্যক্রম গ্রহণ করেন। ২০১৫ সালে তিনি উপসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসনে উপ-পরিচালক, স্থানীয় সরকার হিসেবে পদায়িত হন। এর আগে তিনি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
গত ২৫ ফেব্রæয়ারি, ২০১৮ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ১১ মার্চ ২০১৮ রোববার ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এর যোগদান

আপডেট সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ণ, রবিবার, ১১ মার্চ ২০১৮

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর যোগদান করেছেন।
১১ মার্চ রোববার সকালে তিনি দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ড. ছবুর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জীবনদাসকাঠি গ্রামের শ্যামল পরিবেশে জন্ম জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ইসমাইল আকন ও মরহুমা আমেনা বেগমের ৬ষ্ঠ সন্তান। এক বোন ও ছয় ভাইয়ের সকলেই নিজ নিজ শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। পিতা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য একজন শিক্ষক। ড. ছবুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) হতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) হতে পিএইচডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন। তাঁর পিএইচডি কালীন একাধিক পাবলিকেশন গবেষণার ক্ষেত্রে highly cited। বর্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি সকল পর্যায়েই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ড. ছবুর ২০০১ সালের ২৮ মে একজন নবীন কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি মাগুরায় সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট, বাগেরহাটের ফকিরহাটে সহকারী কমিশনার (ভূমি), বরগুনায় আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমতলীতে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৭ সালে সংঘটিত সিডরের ভয়াবহ তান্ডবকালীন উদ্ধার এবং দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০০৮ সালে আইডি কার্ড প্রণয়ন, ৯ম জাতীয় সংসদ এবং ২০০৯ সালের উপজেলা পরিষদের নির্বাচনের সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরপরে প্রায় দুই বছর তিনি সরকারি পরিবহণ পুলে যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। যানবাহন মেরামত কারখানার আধুনিকায়নে এবং ত্বরিৎ উন্নত সেবা প্রদানে তিনি নানাবিধ কার্যক্রম গ্রহণ করেন। ২০১৫ সালে তিনি উপসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসনে উপ-পরিচালক, স্থানীয় সরকার হিসেবে পদায়িত হন। এর আগে তিনি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
গত ২৫ ফেব্রæয়ারি, ২০১৮ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ১১ মার্চ ২০১৮ রোববার ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।