ফের কোটচাঁদপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • ৭৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুর এলাকার এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। সে চৌগাছায় একটি মাদ্রাসায় পড়তো। আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তার কোন সন্ধান মিলছে না। সে চৌগাছা শহরের এলাকার রিয়াজুল জান্নাহ হাফেজি মাদরাসার ছাত্র এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। এ ব্যাপারে আব্দুল্লাহর বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শনিবার বিকালে। বাবা সরোয়ার হোসেন বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমি মাদরাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করি। সে সময় মাদরাসার হুজুর আব্দুল ওয়াদুদের সাথে কথা বলে ছেলের ছুটির ব্যবস্থা করি। পরে ২৮ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে সে বাড়ি যাওয়ার কথা বলে মাদরাসা থেকে ছুটি নেয়। কিন্তু বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোজাঁখুঁজি করেও তাকে না পেয়ে থানায় জিডি করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফের কোটচাঁদপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুর এলাকার এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। সে চৌগাছায় একটি মাদ্রাসায় পড়তো। আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তার কোন সন্ধান মিলছে না। সে চৌগাছা শহরের এলাকার রিয়াজুল জান্নাহ হাফেজি মাদরাসার ছাত্র এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। এ ব্যাপারে আব্দুল্লাহর বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শনিবার বিকালে। বাবা সরোয়ার হোসেন বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমি মাদরাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করি। সে সময় মাদরাসার হুজুর আব্দুল ওয়াদুদের সাথে কথা বলে ছেলের ছুটির ব্যবস্থা করি। পরে ২৮ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে সে বাড়ি যাওয়ার কথা বলে মাদরাসা থেকে ছুটি নেয়। কিন্তু বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোজাঁখুঁজি করেও তাকে না পেয়ে থানায় জিডি করেছি।