মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট রেল সড়কের উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী ডেমু ট্রেন উপজেলার রশিদপুর রেলস্টেশনের অন্ততঃ ৫ শত মিটার দূরবর্তী পূর্ব দিকে পৌছলে রাস্তা পারপারের সময় আনুমানিক ৫৫ বছর বয়স্কের অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার মর্গে পাঠায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও মরদেহের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
শনিবার
২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ