নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া মেধা শিক্ষা পুরস্কার ২০১৮ বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বুধবার (২৮ ফেব্রæয়ারী) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ডেনমার্ক প্রবাসী মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, কিশোরগঞ্জ মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ
সাদেকুর রহমান, শিক্ষানুরাগী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা এম এ ছালাম, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ধনারামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯জন ছাত্র/ ছাত্রীর মাঝে ১৫হাজার টাকা “মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া মেধা” পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডেনমার্ক প্রবাসী সমাজ সেবক মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়াকে ব্যাজ, ফুলের তোঁড়া ও মানপত্র দিয়ে এলাকা বাসী বরণ করেন। উল্লেখ্য- এই সমাজ সেবক প্রতি বছর ছাত্র/ছাত্রীদের মাঝে “শাহাব উদ্দিন ভূইঁয়া শিক্ষা বৃত্তি” প্রদান করবেন বলে বক্তব্য উল্লেখ করেন।
মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ