রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটককৃত ২ মাদক সেবনকারীকে ৪৫দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ডিবি সুত্রে জানা যায়, সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের এসআই শাহীনের নেতৃত্বে এএসআই মোফাজ্জেল, এএসআই জালাল সহ ডিবি পুলিশের একটি দল শহরের পুর্ব চাদকাঠি ভিআইপি এলাকা থেকে গাজা সেবন কালে মো.বাবু মাঝী(২৫) ও সুজন দাস(২৫)কে আটক করে এ সময় তাদের দেহ তল্লাশী করে ডিবি এক পুড়িয়া গাজা পেলে গাজা সহ তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত পৌর-শহরের পুর্বচাদকাঠি ভিআইপি এলাকার বাসিন্ধা বাবু কে ৩০ দিনের ও সুজন কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।























































