ক্ষিরা খাওয়ার জের নিয়ে নবীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় সংখ্যালগু পরিবারের শিশুকে পিঠিয়ে আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ক্ষেতের ক্ষিরা খাওয়া জের নিয়ে এক সংখ্যালগু পরিবারের শিশুকে পিঠিয়ে আহতের ঘটনা ঘটেছে। আহত শিশু লিংকন দাশ(১০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে ৩টায় ওই উপজেলার বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাঊসি গ্রামে।সুত্রে প্রকাশ,ওই গ্রামের ময়েশ দাশের পুত্র লিংকন দাশ(১০)সে ওই সময় দক্ষিন সুরিয়ারপাড় গ্রামের মৃত ঠাকুর আলীর পুত্র শাহিদ মিয়ার ফলানো ক্ষিরা ক্ষেতের একটি ক্ষিরা ছিড়ে ফেলে। ওই সময় শাহিদ মিয়া তাকে ঝাপটে দিয়ে ধরে মধ্যযুগীয় কায়দা পিঠিয়ে তার ডান হাত মুছরিয়ে ভেঙ্গে ফেলে। এবং তার শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে। তার আর্ত- চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত লিংকনের পারিবারিক সুত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্ষিরা খাওয়ার জের নিয়ে নবীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় সংখ্যালগু পরিবারের শিশুকে পিঠিয়ে আহত

আপডেট সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ক্ষেতের ক্ষিরা খাওয়া জের নিয়ে এক সংখ্যালগু পরিবারের শিশুকে পিঠিয়ে আহতের ঘটনা ঘটেছে। আহত শিশু লিংকন দাশ(১০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে ৩টায় ওই উপজেলার বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাঊসি গ্রামে।সুত্রে প্রকাশ,ওই গ্রামের ময়েশ দাশের পুত্র লিংকন দাশ(১০)সে ওই সময় দক্ষিন সুরিয়ারপাড় গ্রামের মৃত ঠাকুর আলীর পুত্র শাহিদ মিয়ার ফলানো ক্ষিরা ক্ষেতের একটি ক্ষিরা ছিড়ে ফেলে। ওই সময় শাহিদ মিয়া তাকে ঝাপটে দিয়ে ধরে মধ্যযুগীয় কায়দা পিঠিয়ে তার ডান হাত মুছরিয়ে ভেঙ্গে ফেলে। এবং তার শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে। তার আর্ত- চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত লিংকনের পারিবারিক সুত্রে জানা গেছে।