নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ নান্দাইলের বাস্তবায়নে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে নিরাপদ খাদ্য দিবস র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পার্শ্বে বঙ্গবন্ধু স্কয়ার হয়ে বিভিন্ন পথ পদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মাহমুদা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মাজহারুল হক ফকির, খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ ফারুক, সহকারী খাদ্য পরিদর্শক আলাল হোসেন, মো. শাহ আ: আজিজ, এনামুল হক বাবুল, মো. সাইফুল ইসলাম, দিদার, সাইফুল, ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
























































