মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর শহরের ঈদগাহ পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল তার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে বাদ আছর তার জানাযার নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন হয়েছে।
তার জানাযা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।
রবিবার
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ