নান্দাইল চৌরাস্তা চত্বরের মোড়ে মোড়ে মেইনরাস্তার উপর গাড়ি পার্কিং ॥ চালক ও জনগণের ভোগান্তি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম চৌপথ নান্দাইল চৌরাস্তা চত্বরের মোড়ে মোড়ে মেইনসড়কের উপর চলছে অবাধে গাড়ী পার্কিং। যাহার ফলে চৌপথের মোড়ে গাড়ি টার্নিং এর সময় সড়কের দুপাশে অবাধে বিভিন্ন যানবাহন দাড় করিয়ে রাখায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লা যানবাহন চালকদের। পাশাপাশি স্থানীয় জনসাধারন সহ যাত্রীসাধারনের রাস্তা পারাপারের সময় ঘটে যাচ্ছে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা। চৌরাস্তার দক্ষিন ও পশ্চিম দিকে রয়েছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক, উত্তরে রয়েছে আঠারবাড়ী কেন্দুয়া এবং পূর্বদিকে রয়েছে নান্দাইল-তাড়াইল সড়ক। এই চৌপথটি বর্তমানে ব্যস্ততম চৌপথ হিসাবে বিবেচিত। যেথায় প্রতিদিন হাজার হাজার যানবাহন (বাস, ট্রাক, সিএনজি, অটোবাইক সহ বিভিন্ন) চলাচল করে থাকে। অথচ উক্ত চৌপথের চারটি ট্রাফিক পয়েন্টে কোন ট্রাফিক নেই বিধায় ট্রাফিক আইন মেনে চলারও প্রয়োজনবোধ মনে করছেনা যানবাহন চালকগণ। সরজমিন দেখাযায় সিএনজি, অটোবাইক, ইলেক্ট্রিক রিক্সা, টমটম ভ্যান গোলচত্বরের চারপাশের প্রতিটি পয়েন্টে পার্কিং করে রাখে এসমস্ত যানবাহন । আরও জানাযায় যে, যানবাহনের নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় এই হযবরল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন যানবাহনচালকগণ ও যাত্রীসাধারন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নান্দাইল চৌরাস্তা চত্বরের মোড়ে মোড়ে মেইনরাস্তার উপর গাড়ি পার্কিং ॥ চালক ও জনগণের ভোগান্তি

আপডেট সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম চৌপথ নান্দাইল চৌরাস্তা চত্বরের মোড়ে মোড়ে মেইনসড়কের উপর চলছে অবাধে গাড়ী পার্কিং। যাহার ফলে চৌপথের মোড়ে গাড়ি টার্নিং এর সময় সড়কের দুপাশে অবাধে বিভিন্ন যানবাহন দাড় করিয়ে রাখায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লা যানবাহন চালকদের। পাশাপাশি স্থানীয় জনসাধারন সহ যাত্রীসাধারনের রাস্তা পারাপারের সময় ঘটে যাচ্ছে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা। চৌরাস্তার দক্ষিন ও পশ্চিম দিকে রয়েছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক, উত্তরে রয়েছে আঠারবাড়ী কেন্দুয়া এবং পূর্বদিকে রয়েছে নান্দাইল-তাড়াইল সড়ক। এই চৌপথটি বর্তমানে ব্যস্ততম চৌপথ হিসাবে বিবেচিত। যেথায় প্রতিদিন হাজার হাজার যানবাহন (বাস, ট্রাক, সিএনজি, অটোবাইক সহ বিভিন্ন) চলাচল করে থাকে। অথচ উক্ত চৌপথের চারটি ট্রাফিক পয়েন্টে কোন ট্রাফিক নেই বিধায় ট্রাফিক আইন মেনে চলারও প্রয়োজনবোধ মনে করছেনা যানবাহন চালকগণ। সরজমিন দেখাযায় সিএনজি, অটোবাইক, ইলেক্ট্রিক রিক্সা, টমটম ভ্যান গোলচত্বরের চারপাশের প্রতিটি পয়েন্টে পার্কিং করে রাখে এসমস্ত যানবাহন । আরও জানাযায় যে, যানবাহনের নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় এই হযবরল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন যানবাহনচালকগণ ও যাত্রীসাধারন।