নিউজ ডেস্ক:
দিল্লীর পুণের চাকন এলাকার ফ্ল্যাটের দরজা খুলতেই হতবাক হয়ে গেল পুলিশ৷ ঘরের ভেতর কিলবিল করছে ৭২টি গোখরা। আর তাদের সঙ্গেই বাস করছে রঞ্জিত খরাজ এবং তার পরিবার৷ শিউরে ওঠার মতোই ঘটনা। কিন্তু শখে নয়৷ রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে সাপের বিষ বিক্রি এবং পাচার করে সে৷
জানা যায়, স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভাড়া থাকত ৩৭ বছরের রঞ্জিত৷ পুলিশ তল্লাশি চালিয়ে ফ্ল্যাটের মধ্যে রাখা একটি বিরাট কাঠের বাক্স থেকে উদ্ধার করে দু’ধরনের মোট ৭২টি বিষাক্ত গোখরা সাপ৷ সেদিন রাত হয়ে যাওয়ায় ফ্ল্যাটে তালা দিয়ে চলে আসে পুলিশ৷ পরের দিন গিয়ে সাপগুলিকে উদ্ধার করা হয়৷
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে এভাবেই সরীসৃপের বিষ বেআইনিভাবে পাচার এবং বিক্রি চালিয়ে যাচ্ছিল রঞ্জিত এবং তার বন্ধু ধনঞ্জয়৷ দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ সাপের পাশাপাশি বোতল বন্দি সাপের বিষও উদ্ধার করেছে পুলিশ৷ সাপগুলিকে বনদপ্তরে পাঠানো হয়েছে ৷