প্রিন্স হ্যারির পপকর্ন ‘চুরি’ দুই বছরের মেয়ের! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একী! খোদ যুবরাজের নাকের ডগা থেকে ‘চুরি’! তিনি আবার ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স হ্যারি। ইনভিকটাস গেমস চলাকালেই এই ঘটনা ঘটেছে।

ভলিভলের ফাইনাল চলার মধ্যেই প্রিন্স হ্যারির হাতে থাকা ঠোঙার পপকর্ন দিব্যি একটার পর একটা বেছে নিয়ে মুখে তুলছিল দুই বছরের একটি ছোট মেয়ে। সে তার মায়ের কোলে বসেছিল প্রিন্স হ্যারির পাশের চেয়ার।

খেলা দেখতে দেখতে সঙ্গীর সঙ্গে গল্পে মশগুল ছিলেন প্রিন্স হ্যারি। সেই সুযোগে তার পপকর্ন তুলে যে খেল তার নাম এমিলি হেনসন। প্রথমটা খেয়াল করেননি প্রিন্স হ্যারি। তারপর ছোট্ট মিষ্টি মেয়েটার কাণ্ড দেখতে পান হ্যারি। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়।

এরপর এমিলির সঙ্গে বন্ধুত্বও হয়ে যায় হ্যারির। তার সঙ্গে মজায় মেতে ওঠেন তিনি।

এমিলি এক প্রাক্তন রয়্যাল ইঞ্জিনিয়ারের মেয়ে। ২০১১-তে আফগানিস্তানে এক বিস্ফোরণে দুটি পা খোয়ান তিনি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রিন্স হ্যারির পপকর্ন ‘চুরি’ দুই বছরের মেয়ের! (ভিডিও)

আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

একী! খোদ যুবরাজের নাকের ডগা থেকে ‘চুরি’! তিনি আবার ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স হ্যারি। ইনভিকটাস গেমস চলাকালেই এই ঘটনা ঘটেছে।

ভলিভলের ফাইনাল চলার মধ্যেই প্রিন্স হ্যারির হাতে থাকা ঠোঙার পপকর্ন দিব্যি একটার পর একটা বেছে নিয়ে মুখে তুলছিল দুই বছরের একটি ছোট মেয়ে। সে তার মায়ের কোলে বসেছিল প্রিন্স হ্যারির পাশের চেয়ার।

খেলা দেখতে দেখতে সঙ্গীর সঙ্গে গল্পে মশগুল ছিলেন প্রিন্স হ্যারি। সেই সুযোগে তার পপকর্ন তুলে যে খেল তার নাম এমিলি হেনসন। প্রথমটা খেয়াল করেননি প্রিন্স হ্যারি। তারপর ছোট্ট মিষ্টি মেয়েটার কাণ্ড দেখতে পান হ্যারি। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়।

এরপর এমিলির সঙ্গে বন্ধুত্বও হয়ে যায় হ্যারির। তার সঙ্গে মজায় মেতে ওঠেন তিনি।

এমিলি এক প্রাক্তন রয়্যাল ইঞ্জিনিয়ারের মেয়ে। ২০১১-তে আফগানিস্তানে এক বিস্ফোরণে দুটি পা খোয়ান তিনি।