বিয়ের ছবি তোলা বাদ দিয়ে নদীতে ঝাঁপ দিল বর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কানাডার ওন্টারিওর ক্যামব্রিজে নদীর পাশে নববধূর সঙ্গে বিয়ের ছবির তুলছিলেন ক্লাইটন কুক। হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেন।
স্ত্রী ব্রিটানি ভেবেছিলেন তার সঙ্গে মজা করতেই বোধ হয় এমনটা করছেন স্বামী। পরে দেখা গেলে একটি শিশুর প্রাণ বাঁচাতেই এমন পদক্ষেপ।

পরে কানাডার সিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নববধূ ব্রিটানি জানান, এ জন্যই প্রথম দেখায় তার প্রেমে পড়েছিলাম। মানুষের সাহায্যে সে সহজাতভাবেই ছুটে যায়।

আর বর কী বললেন? ক্লাইটন জানান, ফটোশ্যুট করার সময় কয়েকটি শিশু তাদের অনুসরণ করছিল। তিনিও তাদের দিকে খেয়াল রাখছিলেন। কারণ তারা নদীর তীর ঘেঁষেই দাঁড়িয়েছিল। পরে দেখেন একটি নদীতে হাবুডুবু খাচ্ছে। তাই কিছু চিন্তুাভাবনা না করেই নদীতে ঝাঁপ দেন।

বিষয়টিকে স্মরণীয় করতে ফটোগ্রাফার বেশ কয়েকটি ছবি তুলে রেখেছেন। পরে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। সেই শিশুর বিষয়ে ক্লাইটন বলেন, ‘আমি তাকে ঠিক সময়ে তুলে নিয়ে এসেছি এবং সে ঠিক আছে।

সূত্র : বিবিসি

ট্যাগস :

বিয়ের ছবি তোলা বাদ দিয়ে নদীতে ঝাঁপ দিল বর !

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

কানাডার ওন্টারিওর ক্যামব্রিজে নদীর পাশে নববধূর সঙ্গে বিয়ের ছবির তুলছিলেন ক্লাইটন কুক। হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেন।
স্ত্রী ব্রিটানি ভেবেছিলেন তার সঙ্গে মজা করতেই বোধ হয় এমনটা করছেন স্বামী। পরে দেখা গেলে একটি শিশুর প্রাণ বাঁচাতেই এমন পদক্ষেপ।

পরে কানাডার সিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নববধূ ব্রিটানি জানান, এ জন্যই প্রথম দেখায় তার প্রেমে পড়েছিলাম। মানুষের সাহায্যে সে সহজাতভাবেই ছুটে যায়।

আর বর কী বললেন? ক্লাইটন জানান, ফটোশ্যুট করার সময় কয়েকটি শিশু তাদের অনুসরণ করছিল। তিনিও তাদের দিকে খেয়াল রাখছিলেন। কারণ তারা নদীর তীর ঘেঁষেই দাঁড়িয়েছিল। পরে দেখেন একটি নদীতে হাবুডুবু খাচ্ছে। তাই কিছু চিন্তুাভাবনা না করেই নদীতে ঝাঁপ দেন।

বিষয়টিকে স্মরণীয় করতে ফটোগ্রাফার বেশ কয়েকটি ছবি তুলে রেখেছেন। পরে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। সেই শিশুর বিষয়ে ক্লাইটন বলেন, ‘আমি তাকে ঠিক সময়ে তুলে নিয়ে এসেছি এবং সে ঠিক আছে।

সূত্র : বিবিসি