সালোয়ার-কামিজ পরে রেসলিংয়ে ভারতীয় নারী! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইতিহাসে প্রথমবারের মতো সালোয়ার কামিজ পরে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) রিঙয়ে প্রতিযোগিতা করেছেন কবিতা দেবী নামে ভারতের এক নারী রেসলার। সম্প্রতি ইউটিউবে তার রেসলিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আর তাতে কবিতা দেবীকে একটি স্যাফ্রন সালোয়ার কামিজ পরা অবস্থায় এবং একটি ওড়না কোমরে বেধে রেসলিং খেলতে দেখা গেছে।

নিউজিল্যান্ডের রেসলার ডাকোটা কাইয়ের সঙ্গে কবিতা দেবীর রেসলিংয়ের ওই ভিডিও ক্লিপটি গত ৩১ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়। এরপর থেকে ভিডিওটি ৩৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

মায়ে ইয়াঙ ক্ল্যাসিক নামের নারীদের রেসলিংয়ের একটি টুর্নামেন্টের একটি ম্যাচ ছিল এটি। ওই রেসলিং ম্যাচে ডাকোটা কাইয়ের কাছে কবিতা দেবী হেরে গেলেও ইন্টারনেটে তিনি ঝড় তুলতে পেরেছেন।

কবিতা দেবী ছিলেন ভারতের একজন কম্পিটিটিভ পাওয়ার লিফটার। ২০১৬ সালে তিনি ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস আসরে অংশগ্রহণ করেন। এতে ৭৫ কেজি ক্যাটেগরিতে ভারোত্তলন করে তিনি স্বর্ণপদক জয় করেন। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি-

 

সূত্র: এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সালোয়ার-কামিজ পরে রেসলিংয়ে ভারতীয় নারী! (ভিডিও)

আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ইতিহাসে প্রথমবারের মতো সালোয়ার কামিজ পরে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) রিঙয়ে প্রতিযোগিতা করেছেন কবিতা দেবী নামে ভারতের এক নারী রেসলার। সম্প্রতি ইউটিউবে তার রেসলিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আর তাতে কবিতা দেবীকে একটি স্যাফ্রন সালোয়ার কামিজ পরা অবস্থায় এবং একটি ওড়না কোমরে বেধে রেসলিং খেলতে দেখা গেছে।

নিউজিল্যান্ডের রেসলার ডাকোটা কাইয়ের সঙ্গে কবিতা দেবীর রেসলিংয়ের ওই ভিডিও ক্লিপটি গত ৩১ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়। এরপর থেকে ভিডিওটি ৩৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

মায়ে ইয়াঙ ক্ল্যাসিক নামের নারীদের রেসলিংয়ের একটি টুর্নামেন্টের একটি ম্যাচ ছিল এটি। ওই রেসলিং ম্যাচে ডাকোটা কাইয়ের কাছে কবিতা দেবী হেরে গেলেও ইন্টারনেটে তিনি ঝড় তুলতে পেরেছেন।

কবিতা দেবী ছিলেন ভারতের একজন কম্পিটিটিভ পাওয়ার লিফটার। ২০১৬ সালে তিনি ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস আসরে অংশগ্রহণ করেন। এতে ৭৫ কেজি ক্যাটেগরিতে ভারোত্তলন করে তিনি স্বর্ণপদক জয় করেন। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি-

 

সূত্র: এনডিটিভি