সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কামারখন্দে বিরোধ পূর্ণ জমিতে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে গৃহবধু নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ফজল আলীর দুই ছেলে সিরাজ উদ্দিন সেখ ও দুলাল সেখের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দুলার সেখ বিরোধ পূর্ণ জমির গাছের কাঁঠাল পারতে গেলে সিরাজ উদ্দিন তাতে বাধা দেয় । এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সিরাজ উদ্দিনের স্ত্রী মমতা খাতুন (৫৫) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মূমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় আরো ৩ জন আহত হয় বলে জানা গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা সংঘর্ষে গৃহবধু নিহত ও আহতদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।