শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

ঝিনাইদহে শ্রম আইনের তোয়াক্কা না করেই শিশুরা হেলপার, ঘটছে র্দুঘটনা দেখার কেউ নেই !

  • Nil Kontho
  • আপডেট সময় : ০২:৫১:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতাঃ  ২০১৩ সালের শ্রম আইনে বলা হচ্ছে ১৮ বছরের নিন্মে কোন শিশু দিয়ে কোন কাজ করানো যাবে না। কিন্তু সরকারের এই আইনকে বৃদ্বাআঙ্গুল দেখিয়ে এক শ্রেনীর মালিকেরা তাদের দিয়ে ভারী কাজ করাচেছ। ঝিনাইদহ জেলার কোথাও মানা হচ্ছে না শ্রম আইন। শ্রম বিষয় আইন থাকলেও প্রয়োগের অভাবে ঝিনাইদহের যানবাহন মালিকেরা শিশুদের দিয়ে বাস, ট্রাক ও মাইক্রোর হেলপারি করাচ্ছে। আমাদের দেশের গরীব পিতামাতা সংসারের উপার্জন বাড়াতে শিশুদের কাজে পাঠিয়ে থাকে। আর এই অসহাত্বের সুযোগ নিয়ে যানবহন মালিকেরা শিশুদের দিয়ে হেলপারি করাচ্ছে। রেডিও ও টিভিতে বিভিন্ন রকম বিজ্ঞাপন ও নীতি বাক্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে হয়ে গেলেও সচেতনার অভাবে কোন কিছুই করা হচ্ছেনা।

এ বিষয় ঝিনাইদহ জেলা শিশু বিষয় কর্মকর্তা আইয়ূব হোসেন জানান, ৫-১৮ বছরের শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো যাবে না। চরমভাবে অন্যায় হচ্ছে। সরকার এ বিষয় নিয়ে কাজ করছে। তাই আমাদের মত  গরীব দেশে শিশু শ্রম শুন্যয় আনা সম্ভব হবে না। তবে আস্তে আস্তে এর হার  হ্রাস পাবে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎক ডাঃ তারিক আকতার খান বলেন, শিশুদের দিয়ে ঝুকিপূর্ন কাজ করানো ঠিক হবে না। শিশুদের দিয়ে ঝুকিপূর্ন ও ভারী কাজ করালে শিশুরা অল্প কিছু দিনের মধ্যে শাররীকভাবে অক্ষম হয়ে পড়বে। ফলে পরবর্তীতে অন্য কোন কাজ করতে পারবে না। এ ব্যাপারে সকল শিশুদের প্রতি  আমাদের নজর রাখতে হবে। এক শ্রেনীর সচেতন মহল মনে করছেন শিশু আইনের অবহেলা না করে আইনের যথার্থই প্রয়োগ করা হোক। শিশুদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে তারা সরকারের প্রতি আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

ঝিনাইদহে শ্রম আইনের তোয়াক্কা না করেই শিশুরা হেলপার, ঘটছে র্দুঘটনা দেখার কেউ নেই !

আপডেট সময় : ০২:৫১:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতাঃ  ২০১৩ সালের শ্রম আইনে বলা হচ্ছে ১৮ বছরের নিন্মে কোন শিশু দিয়ে কোন কাজ করানো যাবে না। কিন্তু সরকারের এই আইনকে বৃদ্বাআঙ্গুল দেখিয়ে এক শ্রেনীর মালিকেরা তাদের দিয়ে ভারী কাজ করাচেছ। ঝিনাইদহ জেলার কোথাও মানা হচ্ছে না শ্রম আইন। শ্রম বিষয় আইন থাকলেও প্রয়োগের অভাবে ঝিনাইদহের যানবাহন মালিকেরা শিশুদের দিয়ে বাস, ট্রাক ও মাইক্রোর হেলপারি করাচ্ছে। আমাদের দেশের গরীব পিতামাতা সংসারের উপার্জন বাড়াতে শিশুদের কাজে পাঠিয়ে থাকে। আর এই অসহাত্বের সুযোগ নিয়ে যানবহন মালিকেরা শিশুদের দিয়ে হেলপারি করাচ্ছে। রেডিও ও টিভিতে বিভিন্ন রকম বিজ্ঞাপন ও নীতি বাক্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে হয়ে গেলেও সচেতনার অভাবে কোন কিছুই করা হচ্ছেনা।

এ বিষয় ঝিনাইদহ জেলা শিশু বিষয় কর্মকর্তা আইয়ূব হোসেন জানান, ৫-১৮ বছরের শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো যাবে না। চরমভাবে অন্যায় হচ্ছে। সরকার এ বিষয় নিয়ে কাজ করছে। তাই আমাদের মত  গরীব দেশে শিশু শ্রম শুন্যয় আনা সম্ভব হবে না। তবে আস্তে আস্তে এর হার  হ্রাস পাবে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎক ডাঃ তারিক আকতার খান বলেন, শিশুদের দিয়ে ঝুকিপূর্ন কাজ করানো ঠিক হবে না। শিশুদের দিয়ে ঝুকিপূর্ন ও ভারী কাজ করালে শিশুরা অল্প কিছু দিনের মধ্যে শাররীকভাবে অক্ষম হয়ে পড়বে। ফলে পরবর্তীতে অন্য কোন কাজ করতে পারবে না। এ ব্যাপারে সকল শিশুদের প্রতি  আমাদের নজর রাখতে হবে। এক শ্রেনীর সচেতন মহল মনে করছেন শিশু আইনের অবহেলা না করে আইনের যথার্থই প্রয়োগ করা হোক। শিশুদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে তারা সরকারের প্রতি আহবান জানান।