হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফে ২টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ২ বিজিবি সদস্যরা।
বিজিবি সুত্রে জানা যায়, গত ২৫ জুলাই মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কিছু সন্ত্রাসী টেকনাফ সাবরাং কাটাবুনিয়া কবরস্থান এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে সেখানে দ্রুত গিয়ে তল্লাশী অভিযান কালে দুইজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এসময় অস্ত্র পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অস্ত্র পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ২টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
এব্যাপারে টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদার জানান,
উদ্ধার অস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।