বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ঝালকাঠিতে গলা কেটে কৃষক হত্যা মামলার রায় ঘোষনা, দুই ভাই সহ ৩ জনের মৃত্যুদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠির নলছিটিতে কৃষককে গলা কেটে হত্যা মামলার রায় ঘোষনা,
৫ জন অাসামীর মধ্যে দুই সহদোর ভাই সহ ৩জনকে মৃত্যুদন্ড ও ২জনকে বেকসুর খালাশ দিয়েছে ঝালকাঠির অাদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষনা করেন। এই রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত অাসামিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। অপর ২জন দোষী সাব্যস্ত না হওয়ায় বিজ্ঞ অাদালত তাদের খালাশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত দুইটার দিকে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর অালী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভিতর প্রবেশ করে কৃষক মুনছুর অালী খানকে গলা কেটে হত্যা করে।  এ সময় মুনছুর অালীর ছেলে অাব্দুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও  কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন নিহতদের ছেলে অাব্দুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে অাসামী করে নলছিটি থানায় একটি মামলা দায়েন করেন। ঝালকাঠির বিজ্ঞ অাদালত মামলাটি তদন্তভার পুলিশের ” অপরাধ তদন্ত বিভাগ ” ( সি অাইডি)  কে দায়িত্ব ভার দিলে সি অাই ডি পরিদর্শক অাবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর অাসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ অাগষ্ট অাদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ অামলে নিয়ে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেন।  ১৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে বিজ্ঞ অাদালত এ রায় ঘোষনা করেন।

এ মামলাটি রাষ্ট্র পক্ষের অাইনজীবি
” পাবলিক প্রসিকিউটর ”  ( পি পি ) এ্যাড.অাব্দুল মান্নান রসুল ও অাসামী পক্ষে ” সহকারী পাবলিক প্রসিকিউটর ”
( এ পি পি)  বনি অামিন বাকলাই মামলাটি পরিচালনা করেন। এ বিষয় অাসামী পক্ষের এ্যাড. বনি অামিন বাকলাই জানান ঘোষিত রায়ের বিরুদ্ধে অাসামীদের পক্ষে উচ্চ অাদালতে অাপিল করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ঝালকাঠিতে গলা কেটে কৃষক হত্যা মামলার রায় ঘোষনা, দুই ভাই সহ ৩ জনের মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠির নলছিটিতে কৃষককে গলা কেটে হত্যা মামলার রায় ঘোষনা,
৫ জন অাসামীর মধ্যে দুই সহদোর ভাই সহ ৩জনকে মৃত্যুদন্ড ও ২জনকে বেকসুর খালাশ দিয়েছে ঝালকাঠির অাদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষনা করেন। এই রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত অাসামিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। অপর ২জন দোষী সাব্যস্ত না হওয়ায় বিজ্ঞ অাদালত তাদের খালাশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত দুইটার দিকে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর অালী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভিতর প্রবেশ করে কৃষক মুনছুর অালী খানকে গলা কেটে হত্যা করে।  এ সময় মুনছুর অালীর ছেলে অাব্দুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও  কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন নিহতদের ছেলে অাব্দুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে অাসামী করে নলছিটি থানায় একটি মামলা দায়েন করেন। ঝালকাঠির বিজ্ঞ অাদালত মামলাটি তদন্তভার পুলিশের ” অপরাধ তদন্ত বিভাগ ” ( সি অাইডি)  কে দায়িত্ব ভার দিলে সি অাই ডি পরিদর্শক অাবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর অাসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ অাগষ্ট অাদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ অামলে নিয়ে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেন।  ১৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে বিজ্ঞ অাদালত এ রায় ঘোষনা করেন।

এ মামলাটি রাষ্ট্র পক্ষের অাইনজীবি
” পাবলিক প্রসিকিউটর ”  ( পি পি ) এ্যাড.অাব্দুল মান্নান রসুল ও অাসামী পক্ষে ” সহকারী পাবলিক প্রসিকিউটর ”
( এ পি পি)  বনি অামিন বাকলাই মামলাটি পরিচালনা করেন। এ বিষয় অাসামী পক্ষের এ্যাড. বনি অামিন বাকলাই জানান ঘোষিত রায়ের বিরুদ্ধে অাসামীদের পক্ষে উচ্চ অাদালতে অাপিল করা হবে।