শিরোনাম :
Logo শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত Logo আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামাব না : শামীমা ইয়াছমিন Logo বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম Logo বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেত্রী Logo এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির Logo ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের Logo নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করল ভারত Logo কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন Logo হাতপাখার প্রার্থী মানসুর আহমদ সাকী’র সাথে পূর্ব ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় Logo আ’লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ঝালকাঠিতে গলা কেটে কৃষক হত্যা মামলার রায় ঘোষনা, দুই ভাই সহ ৩ জনের মৃত্যুদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠির নলছিটিতে কৃষককে গলা কেটে হত্যা মামলার রায় ঘোষনা,
৫ জন অাসামীর মধ্যে দুই সহদোর ভাই সহ ৩জনকে মৃত্যুদন্ড ও ২জনকে বেকসুর খালাশ দিয়েছে ঝালকাঠির অাদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষনা করেন। এই রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত অাসামিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। অপর ২জন দোষী সাব্যস্ত না হওয়ায় বিজ্ঞ অাদালত তাদের খালাশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত দুইটার দিকে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর অালী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভিতর প্রবেশ করে কৃষক মুনছুর অালী খানকে গলা কেটে হত্যা করে।  এ সময় মুনছুর অালীর ছেলে অাব্দুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও  কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন নিহতদের ছেলে অাব্দুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে অাসামী করে নলছিটি থানায় একটি মামলা দায়েন করেন। ঝালকাঠির বিজ্ঞ অাদালত মামলাটি তদন্তভার পুলিশের ” অপরাধ তদন্ত বিভাগ ” ( সি অাইডি)  কে দায়িত্ব ভার দিলে সি অাই ডি পরিদর্শক অাবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর অাসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ অাগষ্ট অাদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ অামলে নিয়ে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেন।  ১৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে বিজ্ঞ অাদালত এ রায় ঘোষনা করেন।

এ মামলাটি রাষ্ট্র পক্ষের অাইনজীবি
” পাবলিক প্রসিকিউটর ”  ( পি পি ) এ্যাড.অাব্দুল মান্নান রসুল ও অাসামী পক্ষে ” সহকারী পাবলিক প্রসিকিউটর ”
( এ পি পি)  বনি অামিন বাকলাই মামলাটি পরিচালনা করেন। এ বিষয় অাসামী পক্ষের এ্যাড. বনি অামিন বাকলাই জানান ঘোষিত রায়ের বিরুদ্ধে অাসামীদের পক্ষে উচ্চ অাদালতে অাপিল করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ঝালকাঠিতে গলা কেটে কৃষক হত্যা মামলার রায় ঘোষনা, দুই ভাই সহ ৩ জনের মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠির নলছিটিতে কৃষককে গলা কেটে হত্যা মামলার রায় ঘোষনা,
৫ জন অাসামীর মধ্যে দুই সহদোর ভাই সহ ৩জনকে মৃত্যুদন্ড ও ২জনকে বেকসুর খালাশ দিয়েছে ঝালকাঠির অাদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষনা করেন। এই রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত অাসামিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। অপর ২জন দোষী সাব্যস্ত না হওয়ায় বিজ্ঞ অাদালত তাদের খালাশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত দুইটার দিকে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর অালী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভিতর প্রবেশ করে কৃষক মুনছুর অালী খানকে গলা কেটে হত্যা করে।  এ সময় মুনছুর অালীর ছেলে অাব্দুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও  কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন নিহতদের ছেলে অাব্দুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে অাসামী করে নলছিটি থানায় একটি মামলা দায়েন করেন। ঝালকাঠির বিজ্ঞ অাদালত মামলাটি তদন্তভার পুলিশের ” অপরাধ তদন্ত বিভাগ ” ( সি অাইডি)  কে দায়িত্ব ভার দিলে সি অাই ডি পরিদর্শক অাবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর অাসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ অাগষ্ট অাদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ অামলে নিয়ে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেন।  ১৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে বিজ্ঞ অাদালত এ রায় ঘোষনা করেন।

এ মামলাটি রাষ্ট্র পক্ষের অাইনজীবি
” পাবলিক প্রসিকিউটর ”  ( পি পি ) এ্যাড.অাব্দুল মান্নান রসুল ও অাসামী পক্ষে ” সহকারী পাবলিক প্রসিকিউটর ”
( এ পি পি)  বনি অামিন বাকলাই মামলাটি পরিচালনা করেন। এ বিষয় অাসামী পক্ষের এ্যাড. বনি অামিন বাকলাই জানান ঘোষিত রায়ের বিরুদ্ধে অাসামীদের পক্ষে উচ্চ অাদালতে অাপিল করা হবে।