বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ওসিকে ক্ষমা, আজাদকে হজে পাঠাতে ব্যবস্থা নিতে নির্দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে সতর্ক করে দিয়ে অব্যাহতি দিয়েছেন।

একইসঙ্গে হজ গমনে ইচ্ছুক মো. আজাদ হোসেন ভূঞাকে হজে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি মোশাররফ হোসেন।
গত ১৭ জুলাই পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে তলব করেন হাইকোর্ট।

একই সঙ্গে পুলিশের এ প্রতিবেদনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দেয় আখাউড়ার থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই রিট দায়ের করেন জীবিত আজাদ হোসেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন কায়সার জাহিদ ভূইয়া।

পরে আইনজীবী জাহিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, হজ গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার পুলিশ ভেরিফিকেশন করে প্রতিবেদন দাখিল করে। তাতে জীবিত আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দাখিল করে ওই থানার তদন্তকারী আবুল কালাম। পরে ওই প্রতিবেদনের আলোকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে মৃত বলে তথ্য প্রকাশ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ওসিকে ক্ষমা, আজাদকে হজে পাঠাতে ব্যবস্থা নিতে নির্দেশ !

আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে সতর্ক করে দিয়ে অব্যাহতি দিয়েছেন।

একইসঙ্গে হজ গমনে ইচ্ছুক মো. আজাদ হোসেন ভূঞাকে হজে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি মোশাররফ হোসেন।
গত ১৭ জুলাই পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে তলব করেন হাইকোর্ট।

একই সঙ্গে পুলিশের এ প্রতিবেদনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দেয় আখাউড়ার থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই রিট দায়ের করেন জীবিত আজাদ হোসেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন কায়সার জাহিদ ভূইয়া।

পরে আইনজীবী জাহিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, হজ গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার পুলিশ ভেরিফিকেশন করে প্রতিবেদন দাখিল করে। তাতে জীবিত আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দাখিল করে ওই থানার তদন্তকারী আবুল কালাম। পরে ওই প্রতিবেদনের আলোকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে মৃত বলে তথ্য প্রকাশ করে।