শিরোনাম :
Logo গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ Logo আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর Logo বিষাক্ত মদ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যুর Logo কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা Logo বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেক্সটাইল শিক্ষার্থীর মৃত্যু Logo ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি প্রকাশ Logo আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে : সারজিস আলম Logo কমেছে কাঁচা মরিচের দাম,মুরগির দাম বাড়তি

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ ৬০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিহতের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন।

এসময় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী, বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. রাহেনুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, মাল্টিফ্যাবস কারখানার অপারেশন ডিরেক্টর মো. মেজবাহ উদ্দিন ফারুকী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কুদ্দুস, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান, গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কারখানার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষতিপূরণের মাধ্যমে নিহত শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে এতো স্বল্প সময়ে কারখানা কর্তৃপক্ষ চেক বিতরণ করায় তা অন্যান্য কারখানার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় নিহত ১৩ জনের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার মাল্টিফ্যাবস লিমিটেড বহন করবে, পাশাপাশি চাকুরীযোগ্য পোষ্য থাকলে তাদের চাকুরীতে নিয়োগ করা হবে। মাল্টিফ্যাবস ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে নিহতের পরিবারকে তাদের প্রদেয় বেতনের সমপরিমাণ টাকা প্রধান করা হবে, তাদের পরিবার সচ্ছল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাৎসরিক দুই ঈদে কোম্পানির পক্ষ থেকে তাদের পরিবারকে বোনাস প্রদান করা হবে। এছাড়াও শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহত শ্রতিকরা সম্পূর্ণ কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যয়ভার কোম্পানি বহন করার পাশাপাশি তাদের বেতন-ভাতাদি প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নিহত প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে ৪ লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোল্ম (আইডি) এর পক্ষ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। এছাড়া কারখানা কর্তৃপক্ষ সোমবার শ্রম আদালতে নিহত প্রতিজনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আরো ১ লাখ টাকা করে জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যা ৭টা ০৫ মিনিটের দিকে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৫১ জন কর্মী আহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ !

আপডেট সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ ৬০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিহতের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন।

এসময় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী, বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. রাহেনুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, মাল্টিফ্যাবস কারখানার অপারেশন ডিরেক্টর মো. মেজবাহ উদ্দিন ফারুকী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কুদ্দুস, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান, গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কারখানার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষতিপূরণের মাধ্যমে নিহত শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে এতো স্বল্প সময়ে কারখানা কর্তৃপক্ষ চেক বিতরণ করায় তা অন্যান্য কারখানার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় নিহত ১৩ জনের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার মাল্টিফ্যাবস লিমিটেড বহন করবে, পাশাপাশি চাকুরীযোগ্য পোষ্য থাকলে তাদের চাকুরীতে নিয়োগ করা হবে। মাল্টিফ্যাবস ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে নিহতের পরিবারকে তাদের প্রদেয় বেতনের সমপরিমাণ টাকা প্রধান করা হবে, তাদের পরিবার সচ্ছল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাৎসরিক দুই ঈদে কোম্পানির পক্ষ থেকে তাদের পরিবারকে বোনাস প্রদান করা হবে। এছাড়াও শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহত শ্রতিকরা সম্পূর্ণ কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যয়ভার কোম্পানি বহন করার পাশাপাশি তাদের বেতন-ভাতাদি প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নিহত প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে ৪ লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোল্ম (আইডি) এর পক্ষ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। এছাড়া কারখানা কর্তৃপক্ষ সোমবার শ্রম আদালতে নিহত প্রতিজনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আরো ১ লাখ টাকা করে জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যা ৭টা ০৫ মিনিটের দিকে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৫১ জন কর্মী আহত হয়।