সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে দুদকে তলব !

0
25

নিউজ ডেস্ক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম ও প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলীকে তলব করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটিতে ২০০ কোটি টাকার ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে  তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদেরকে আগামী ২৩ জুলাই হাজির হতে বলেছেন। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে একই অভিযোগ অনুসন্ধানে গত ১২ জুলাই সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও বাগেরহাটের কাটাখালী শাখার হেড  অব ব্রাঞ্চ বিধান কুমার সাহা, কাটাখালী শাখার ম্যানেজার অপারেশন আশরাফুল ইসলাম ও সিনিয়র অফিসার অরুপ কুমার সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছেন। অভিযোগ রয়েছে, মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্বেও নিয়মবহির্ভূতভাবে আরো ২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। দুদক থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরই অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে দুদক।