সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

তৃতীয়বার নির্বাচনে অংশ নিলেও জয়ী হতাম!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৬২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যদি তৃতীয় দফায় নির্বাচন করার সুযোগ থাকতো তাহলেও জয়ী হতে পারতাম। ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি যদি ফের নির্বাচনে লড়তেন, আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারতেন।সিএনএনের বিশ্লেষক ও তার সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেল রডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওবামা।

বারাক ওবামা বলেন, অবসর সময়ে আমেরিকার নতুন প্রজন্মকে গড়ে তোলার কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তিনি।গত ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনের হেরে যাওয়া প্রসঙ্গে ওবামা বলেন, ভুল বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। হিলারির প্রচার শিবিরের মূল বিশ্বাস ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর বিজয় নিশ্চিত।

হিলারির পরাজয়ে নিজের আট বছর মেয়াদের কর্মকাণ্ডকে জনগণের প্রত্যাখ্যানের ফল হিসেবে মেনে নিতে নারাজ ওবামা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিজয়ের যে যৌথযাত্রা গড়ে তোলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টি ও হিলারির প্রচার শিবির তা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি যদি ফের নির্বাচনে লড়তেন, আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারতেন।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন ওবামা। দায়িত্ব ছাড়ার পরের ভূমিকা সম্পর্কে ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্পের সময় নিত্যনৈমিত্তিক বিষয়গুলো এড়িয়ে যাবেন তিনি।একজন অ্যাকটিভিস্ট হিসেবে সুদূরপ্রসারী ভূমিকা রাখবেন বলেও জানান ওবামা।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন প্রজন্মের কাছে নিজের পরিবর্তনের ধারণা ছড়িয়ে দেবেন তিনি। চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রশিক্ষণে কাজ করবেন।পরবর্তী প্রজন্মের নেতৃত্ব, সংগঠক, সাংবাদিক ও রাজনীতিবিদ গড়ে তোলার জন্য ওবামা নিজেকে আত্মনিয়োগ করবেন বলে উল্লেখ করেন।

ওবামা বলেন, ২০ থেকে ৩০ বছর বয়সী আমেরিকানদের মধ্যে মেধা ও আদর্শবাদ লক্ষ করেছেন তিনি। তাদের সঠিক সংযোগ দেয়াটাই এখন কাজ। নতুন প্রজন্মের কাছে প্রগতিশীল ধারণার সন্নিবেশ ঘটাতে তিনি কাজ করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

তৃতীয়বার নির্বাচনে অংশ নিলেও জয়ী হতাম!

আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যদি তৃতীয় দফায় নির্বাচন করার সুযোগ থাকতো তাহলেও জয়ী হতে পারতাম। ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি যদি ফের নির্বাচনে লড়তেন, আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারতেন।সিএনএনের বিশ্লেষক ও তার সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেল রডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওবামা।

বারাক ওবামা বলেন, অবসর সময়ে আমেরিকার নতুন প্রজন্মকে গড়ে তোলার কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তিনি।গত ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনের হেরে যাওয়া প্রসঙ্গে ওবামা বলেন, ভুল বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। হিলারির প্রচার শিবিরের মূল বিশ্বাস ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর বিজয় নিশ্চিত।

হিলারির পরাজয়ে নিজের আট বছর মেয়াদের কর্মকাণ্ডকে জনগণের প্রত্যাখ্যানের ফল হিসেবে মেনে নিতে নারাজ ওবামা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিজয়ের যে যৌথযাত্রা গড়ে তোলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টি ও হিলারির প্রচার শিবির তা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি যদি ফের নির্বাচনে লড়তেন, আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারতেন।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন ওবামা। দায়িত্ব ছাড়ার পরের ভূমিকা সম্পর্কে ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্পের সময় নিত্যনৈমিত্তিক বিষয়গুলো এড়িয়ে যাবেন তিনি।একজন অ্যাকটিভিস্ট হিসেবে সুদূরপ্রসারী ভূমিকা রাখবেন বলেও জানান ওবামা।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন প্রজন্মের কাছে নিজের পরিবর্তনের ধারণা ছড়িয়ে দেবেন তিনি। চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রশিক্ষণে কাজ করবেন।পরবর্তী প্রজন্মের নেতৃত্ব, সংগঠক, সাংবাদিক ও রাজনীতিবিদ গড়ে তোলার জন্য ওবামা নিজেকে আত্মনিয়োগ করবেন বলে উল্লেখ করেন।

ওবামা বলেন, ২০ থেকে ৩০ বছর বয়সী আমেরিকানদের মধ্যে মেধা ও আদর্শবাদ লক্ষ করেছেন তিনি। তাদের সঠিক সংযোগ দেয়াটাই এখন কাজ। নতুন প্রজন্মের কাছে প্রগতিশীল ধারণার সন্নিবেশ ঘটাতে তিনি কাজ করছেন।