নিউজ ডেস্ক:
১৯৬২ সালের যুদ্ধের পরাজয়ের স্মৃতি স্মরণ করে বিতর্কিত এলাকা ডোকালাম থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে ফের হুমকি দিল চীন৷ চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এখন প্রথম শর্ত হল, ডোকলাম থেকে সরে যেতে হবে ভারতীয় সেনাদের৷ সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছিলেন, সিকিমের বিতর্কিত এলাকা নিয়ে পূর্বেও ভারত-চীনের মধ্যে মতানৈক্য হয়েছিল, পরে যার সমাধান হয়ে যায়৷ কিন্তু তার এই বক্তব্যকে খারিজ করে দেয় বেইজিং ৷
কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গেং শুয়াং জানিয়েছেন, ডোকালামে যা হয়েছে, তা বিবাদের বিষয়৷ এদিকে জয়শঙ্কর মঙ্গলবার সিঙ্গাপুরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মতভেদ বিবাদের যেন কারণ না হয়৷ গেং শুয়াং জানান, ভারতকে ফের একবার তার সেনাদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে এবং তারা যাতে এই সমস্যার সমাধান শীঘ্রই করে নেয়, সে জন্য আবেদন করা হচ্ছে ৷