শিরোনাম :
Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার Logo প্রবাসীদের জন্য সবচেয়ে সহজলভ্য ভোটাধিকার প্রস্তাব চায় বিএনপি Logo আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কয়রায় মানববন্ধন Logo ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত’ Logo চাঁদপুরে সিসিডিএ সিমস্-২ প্রকল্পের এমআরপিসি কমিটির সদস্যদের প্রশিক্ষণ Logo মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা করেনি সরকার : প্রেস সচিব Logo ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

হরিণাকুন্ডুতে স্বামীর পরোকিয়ায় একই দিনে স্ত্রীসহ তিন জনের আত্মহত্যা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় একই দিনে তিন জন আত্মহত্যা করেছেন। আত্মহননকৃতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামের বিশারত আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), একই গ্রামের মোঃ সাহা মালিথার স্ত্রী জাহারণ নেছা (৬৫) ও নিত্যানন্দপুর গ্রামের জাহাঙ্গীর লস্কারের স্কুল পড়–য়া ছেলে জীবন লস্কার (১৪)। হরিণাকুন্ডু থানার ওসি কেএম শওকত আলী জানান, হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামের বিশারত আলীর সাথে তার বিয়াইনের পরোকিয়া ছিল। এ খবর তার স্ত্রী সুফিয়া জানতে পেরে বৃহস্পতিবার ভোরের দিকে বিষপান করেন। তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মৃত্যু বরণ করেন।

বাকচুয়া লক্ষিপুর গ্রামের সিরাজুল ইসলাম মাষ্টার ও ইকবাল হোসেন জানান, বিশারত আলীর সাথে একই গ্রামের মিঠুর স্ত্রীর পরোকিয়ার নিয়ে প্রায় তাদের সংসারে গোলযোগ হতো। এক পর্যায়ে বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যার পথ বেচে নেন সুফিয়া। এদিকে পড়ার কথা বলার কারণে মায়ের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেনীর ছাত্র জীবন লস্কার। হরিণাকুন্ডুর ওসি কেএম শওকত আলী জানান, বৃহস্পতিবার সকালে পড়া নিয়ে তার মায়ের সাথে জীবনের ঝগড়া হয়। এক পর্যায়ে দুপুরে বিষপান করে স্কুল ছাত্র জীবন।

একই দিন উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামে সাংসারিক গোলযোগের কারণে জাহারণ নেছা নামে এক বৃদ্ধা মহিলা বিষপানে আত্মহত্যা করে। এর মধ্যে সুফিয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে কোন অভিযোগ না থাকায় জীবন লস্কার ও জাহারণ নেছার লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে ওািস জানান। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা

হরিণাকুন্ডুতে স্বামীর পরোকিয়ায় একই দিনে স্ত্রীসহ তিন জনের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় একই দিনে তিন জন আত্মহত্যা করেছেন। আত্মহননকৃতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামের বিশারত আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), একই গ্রামের মোঃ সাহা মালিথার স্ত্রী জাহারণ নেছা (৬৫) ও নিত্যানন্দপুর গ্রামের জাহাঙ্গীর লস্কারের স্কুল পড়–য়া ছেলে জীবন লস্কার (১৪)। হরিণাকুন্ডু থানার ওসি কেএম শওকত আলী জানান, হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামের বিশারত আলীর সাথে তার বিয়াইনের পরোকিয়া ছিল। এ খবর তার স্ত্রী সুফিয়া জানতে পেরে বৃহস্পতিবার ভোরের দিকে বিষপান করেন। তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মৃত্যু বরণ করেন।

বাকচুয়া লক্ষিপুর গ্রামের সিরাজুল ইসলাম মাষ্টার ও ইকবাল হোসেন জানান, বিশারত আলীর সাথে একই গ্রামের মিঠুর স্ত্রীর পরোকিয়ার নিয়ে প্রায় তাদের সংসারে গোলযোগ হতো। এক পর্যায়ে বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যার পথ বেচে নেন সুফিয়া। এদিকে পড়ার কথা বলার কারণে মায়ের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেনীর ছাত্র জীবন লস্কার। হরিণাকুন্ডুর ওসি কেএম শওকত আলী জানান, বৃহস্পতিবার সকালে পড়া নিয়ে তার মায়ের সাথে জীবনের ঝগড়া হয়। এক পর্যায়ে দুপুরে বিষপান করে স্কুল ছাত্র জীবন।

একই দিন উপজেলার বাকচুয়া লক্ষিপুর গ্রামে সাংসারিক গোলযোগের কারণে জাহারণ নেছা নামে এক বৃদ্ধা মহিলা বিষপানে আত্মহত্যা করে। এর মধ্যে সুফিয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে কোন অভিযোগ না থাকায় জীবন লস্কার ও জাহারণ নেছার লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে ওািস জানান। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।