ঝালকাঠিতে গাজা সহ অাটক ৩

0
31

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠিতে গতকাল ২৩ জুন দিবাগত রাত অানুমানিক ১২ সময় ঝালকাঠি সদর থানা এ এস অাই জোনায়েদ সহ পুলিশের একটি দল মটর সাইকেল ড্রাইভার ও অারোহি দুজন যুবককে গাজা সহ অাটক করে।
এ মটর সাইকেল যোগে যাওয়ার পথে গাজা সহ রাতে কর্তব্যরত পুলিশ তিন যুবককে অাটক করে।
এ বিষয় ঝালকাঠি সদর থানার এ এস অাই জোনায়েদ জানান, গোপন সংবাদের ভিত্ততে বানারীপাড়া বোর্ড স্কুল হয়ে ঝালকাঠিতে মাদক অাসার সংবাদে অামাদের পপুলিশের একটি দল মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করি। সদরের নবগ্রাম বাজার সংলগ্ন ব্রীজের পূর্ব পাশের ঢালে হঠাৎ করে একটি মটর সাইকেলে ড্রইভার সহ তিন লোক দেখে তাদেরকে গাড়ী থামানোর সংকেত দেই। ড্রাইভার গাড়ী থামালে তাদের দেহ তল্লাশি করে কিবরিয়া সিকদারের (১৯) কাছে  গাজা পাওয়া গেলে পুলিশ তাদের তিনজনকে অাটক করে । পরে ঐ তিনজনকে ঝালকাঠির সদর থানার এস অাই শাহদাৎ সহ পুলিশের একটি মোবাইল টিমের দল তাদেরকে থানায় নিয়ে যায়। অাটককৃতরা হলেন সদরের ভীরুলী গ্রামের সৈলেন হালদারের ছেলে সঞ্জীব হালদার,  কালিয়ান্দার গ্রামের মৃত অাজিজ সিকদােরর ছেলে কিবরিয়া সিকদার ও একই গ্রামের অানোয়ার সিকদারের ছেলে মটর সাইকেল ড্রাইভার ওসমান সিকদার।