ঝিনাইদহ সংবাদদাতাঃ বকেয়া বিল চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ পল্লী বিদ্যুতের সহকারী জুনিয়র প্রকৌশলী আক্তারুজ্জামানকে কিল-ঘুষি মেরে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ফিরোজ অভিযোগ করে বলেন, কালীগঞ্জ নলডাঙ্গা রিসোর্টের মালিকের একটি স’মিল আছে। সেই মিলের মে মাসের বকেয়া বিল ছিল ৫৩ হাজার ১২৬ টাকা। বৃহস্পতিবার বিকেলের দিকে বকেয়া টাকা আদায় করতে গেলে রিসোর্ট কেন্দ্রের মালিক আব্দুল মতিন পাতা মিয়া ও তার ভাই জয়নুদ্দীন প্রকৌশলী আক্তারুজ্জামানকে কিল ঘুষি মেয়ে জামা কাপড় ছিড়ে ফেলে।
এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে নলডাঙ্গা রিসোর্টের সিও ইমদাদুল হক সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের স’মিলের কোন বিল বাকী ছিল না। তারপরও বেআইনীভাবে তাদের মিলের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এ কথা জিজ্ঞাসাবাদ করার পর বাদানুবাদের এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে।
























































