শিরোনাম :
Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনু গ্রেপ্তার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ধর্ষণের অভিযোগে রাজধানীর রূপনগর থেকে মডেল-অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাম্মেল হোসেন।

পুলিশ জানায, ওই তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তনুর সঙ্গে তার আলাপ ও ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি তাদের মালয়েশিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। তনু ব্যক্তিগত জীবনে বিবাহিত। তবে তার কোনো সন্তান নেই।

অভিযোগকারীর বরাত দিয়ে মোকাম্মেল হোসেন বলেন, ‘বিদেশ বেড়াতে যাবে, এমন কথা বলে গত ৭ এপ্রিল তনুর রূপনগরের বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে যান তিনি। সে দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তনুর আরেক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি তার বন্ধুকেও ধর্ষণ করার জন্য বলেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণী বাসা থেকে পালিয়ে আসেন।

এ মামলায় তনুর বন্ধুকেও আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি মোকাম্মেল হোসেন। দীর্ঘদিন পর মামলা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর তনুর অবস্থান নিশ্চিত হতে পারছিলেন না ভুক্তভোগী ওই তরুণী। এ জন্য তিনি থানায় অভিযোগ করতে আসেননি। কারণ তিনি নিরাপত্তহীনতায় ভুগছিলেন। শুক্রবার তনু বাসায় আছে নিশ্চিত হয়ে তিনি থানায় এসে বিষয়টি জানান। এর পর তনুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত তানভীর তনুর স্ত্রী বা পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনু গ্রেপ্তার !

আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ধর্ষণের অভিযোগে রাজধানীর রূপনগর থেকে মডেল-অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাম্মেল হোসেন।

পুলিশ জানায, ওই তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তনুর সঙ্গে তার আলাপ ও ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি তাদের মালয়েশিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। তনু ব্যক্তিগত জীবনে বিবাহিত। তবে তার কোনো সন্তান নেই।

অভিযোগকারীর বরাত দিয়ে মোকাম্মেল হোসেন বলেন, ‘বিদেশ বেড়াতে যাবে, এমন কথা বলে গত ৭ এপ্রিল তনুর রূপনগরের বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে যান তিনি। সে দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তনুর আরেক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি তার বন্ধুকেও ধর্ষণ করার জন্য বলেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণী বাসা থেকে পালিয়ে আসেন।

এ মামলায় তনুর বন্ধুকেও আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি মোকাম্মেল হোসেন। দীর্ঘদিন পর মামলা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর তনুর অবস্থান নিশ্চিত হতে পারছিলেন না ভুক্তভোগী ওই তরুণী। এ জন্য তিনি থানায় অভিযোগ করতে আসেননি। কারণ তিনি নিরাপত্তহীনতায় ভুগছিলেন। শুক্রবার তনু বাসায় আছে নিশ্চিত হয়ে তিনি থানায় এসে বিষয়টি জানান। এর পর তনুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত তানভীর তনুর স্ত্রী বা পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।