শিরোনাম :
Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম Logo এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ Logo পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু Logo দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড Logo হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ Logo ইবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, মানহানির পাল্টা অভিযোগ দায়ের সহ-সমন্বয়কের Logo কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত

ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনু গ্রেপ্তার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ধর্ষণের অভিযোগে রাজধানীর রূপনগর থেকে মডেল-অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাম্মেল হোসেন।

পুলিশ জানায, ওই তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তনুর সঙ্গে তার আলাপ ও ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি তাদের মালয়েশিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। তনু ব্যক্তিগত জীবনে বিবাহিত। তবে তার কোনো সন্তান নেই।

অভিযোগকারীর বরাত দিয়ে মোকাম্মেল হোসেন বলেন, ‘বিদেশ বেড়াতে যাবে, এমন কথা বলে গত ৭ এপ্রিল তনুর রূপনগরের বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে যান তিনি। সে দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তনুর আরেক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি তার বন্ধুকেও ধর্ষণ করার জন্য বলেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণী বাসা থেকে পালিয়ে আসেন।

এ মামলায় তনুর বন্ধুকেও আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি মোকাম্মেল হোসেন। দীর্ঘদিন পর মামলা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর তনুর অবস্থান নিশ্চিত হতে পারছিলেন না ভুক্তভোগী ওই তরুণী। এ জন্য তিনি থানায় অভিযোগ করতে আসেননি। কারণ তিনি নিরাপত্তহীনতায় ভুগছিলেন। শুক্রবার তনু বাসায় আছে নিশ্চিত হয়ে তিনি থানায় এসে বিষয়টি জানান। এর পর তনুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত তানভীর তনুর স্ত্রী বা পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত

ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনু গ্রেপ্তার !

আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ধর্ষণের অভিযোগে রাজধানীর রূপনগর থেকে মডেল-অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোকাম্মেল হোসেন।

পুলিশ জানায, ওই তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তনুর সঙ্গে তার আলাপ ও ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি তাদের মালয়েশিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। তনু ব্যক্তিগত জীবনে বিবাহিত। তবে তার কোনো সন্তান নেই।

অভিযোগকারীর বরাত দিয়ে মোকাম্মেল হোসেন বলেন, ‘বিদেশ বেড়াতে যাবে, এমন কথা বলে গত ৭ এপ্রিল তনুর রূপনগরের বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে যান তিনি। সে দিন তার স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তনুর আরেক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি তার বন্ধুকেও ধর্ষণ করার জন্য বলেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণী বাসা থেকে পালিয়ে আসেন।

এ মামলায় তনুর বন্ধুকেও আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি মোকাম্মেল হোসেন। দীর্ঘদিন পর মামলা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর তনুর অবস্থান নিশ্চিত হতে পারছিলেন না ভুক্তভোগী ওই তরুণী। এ জন্য তিনি থানায় অভিযোগ করতে আসেননি। কারণ তিনি নিরাপত্তহীনতায় ভুগছিলেন। শুক্রবার তনু বাসায় আছে নিশ্চিত হয়ে তিনি থানায় এসে বিষয়টি জানান। এর পর তনুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত তানভীর তনুর স্ত্রী বা পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।