বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

সবজির ব্যাগে ৭৬ লাখ টাকার বৈদেশিক মুদ্রা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর সবজির ব্যাগে থাকা ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

মূদ্রার মধ্যে রয়েছে, সৌদি রিয়াল, ইউই দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার ও চায়না ইউয়ান।

গতকাল শুক্রবার বিমানবন্দরের বহির্গমনে মোতালেব নামে এক যাত্রীর সবজির ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মো. মোতালেব বাংলাদেশ বিমানের বিজি ০৮৯ ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন। আমাদের কাছে গোপন সংবাদ থাকায় ওই যাত্রীকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়। আজ সকালে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে এসব সৌদি রিয়াল, ইউএই দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার, চাইনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। যা তার সবজির ব্যাগে লুকানো ছিল। সবজির ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

মইনুল আরো বলেন, তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১৮ বার বিদেশ গিয়েছেন। তিনি এসব মুদ্রা লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ করেছেন। আমাদের ধারণা গ্রেপ্তারকৃত ওই যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানী পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। তাকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

সবজির ব্যাগে ৭৬ লাখ টাকার বৈদেশিক মুদ্রা !

আপডেট সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর সবজির ব্যাগে থাকা ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

মূদ্রার মধ্যে রয়েছে, সৌদি রিয়াল, ইউই দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার ও চায়না ইউয়ান।

গতকাল শুক্রবার বিমানবন্দরের বহির্গমনে মোতালেব নামে এক যাত্রীর সবজির ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মো. মোতালেব বাংলাদেশ বিমানের বিজি ০৮৯ ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন। আমাদের কাছে গোপন সংবাদ থাকায় ওই যাত্রীকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়। আজ সকালে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে এসব সৌদি রিয়াল, ইউএই দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার, চাইনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। যা তার সবজির ব্যাগে লুকানো ছিল। সবজির ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

মইনুল আরো বলেন, তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১৮ বার বিদেশ গিয়েছেন। তিনি এসব মুদ্রা লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ করেছেন। আমাদের ধারণা গ্রেপ্তারকৃত ওই যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানী পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। তাকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে।