স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ফজলুল হক নামের এক দালালকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ অভিযান চালায়। আদালত সুত্রে জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালায়। সেসময় হাতে নাতে দালাল ফজলুল হককে আটক করে। পরে আদালত বসিয়ে পেনাল কোড অনুযায়ী ৫’শ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।
অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নুর নাহার বেগম, জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন যোগদানের পরেই অভিযান চালিয়ে ওই অফিস থেকে এক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড প্রদাণ করেন।

























































