ঝিনাইদহে বিভিন্ন মামলায় আটক ৬৭

0
20

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ   ঝিনাইদহে বিভিন্ন মামলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ৯ জন, ও কোটচাঁদপুর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।