শিরোনাম :
Logo সাদা পতাকা উড়িয়ে ‘পরাজয় স্বীকার’ করল ভারত Logo ভারতের হামলায় ২৬ জন নিহত : পাকিস্তান Logo নির্যাতন প্রতিরোধে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: শারমীন মুরশিদ Logo হামলার বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ভারত Logo পাকিস্তানে ভারতের হামলা, পরিষ্কার বার্তা চীনের Logo চলমান সংকটের সমাধান দেবে নির্বাচিত সরকার: আবদুস সালাম Logo আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান Logo ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস ও কয়েকজন সেনাকে বন্দি করলো পাকিস্তান! Logo ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাবি প্রেসক্লাবের জিসান Logo “সড়ক দুর্ঘটনায় আহত ভর্তিচ্ছু শিক্ষার্থী হামজালা-কে দেখতে গেলেন, হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা”

স্বাস্থ্যকর ইফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪২:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই গরমে রোজা রাখাটা বেশ কষ্টকর। মূলত এবার তাপমাত্রার প্রকোপ অনেক বেশি এবং রোজার সময়ের ব্যবধান ও বেশি। তাই চেষ্টা করুন সারাদিন রোজা রাখার পর কিছু স্বাস্থ্যকর এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়ার।

সেক্ষেত্রে আপনার ইফতারের তালিকায় প্রথমে রাখুন ভেজানো চিঁড়া। এটি বেশ স্বাস্থ্যকর। এর ফাইবার আপনার ক্ষুধা মেটায় খুব দ্রুত কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই।

তবে প্রতিদিন শুধু ভেজা চিঁড়া খেতে কারোরই ভালো লাগার কথা নয়। তাই আসুন জেনে নিই এই রমজানে প্রতিদিনের ইফতারিতে চিঁড়া কত ভাবে পরিবেশন করা যাবে।

দই চিঁড়া
রমজান বাদেও অন্যান্য সময় আমরা অনেকে রাস্তার পাশ থেকে বা বাসায় দই চিঁড়া খেয়ে থাকি। এর গুণাগুণের কারণে এটি আমাদের কাছে এতো প্রিয়। চিঁড়া খাওয়ার কিছুক্ষণ আগেই ভিজিয়ে রাখলে হয়। তবে দই যদি আপনি বাসায় বসাতে চান সেক্ষেত্রে আপনার জন্য আছে নিচের রেসিপিটি।

বাসায় দই বানানোর জন্য আপনার দরকার হবে- দুধ ১ লিটার, চিনি ২৫০ গ্রাম, পুরোনো দই ১০০ গ্রাম অথবা আধা কাপ, ৩/৪ টুকরা এলাচ এবং দারুচিনি এবং সামান্য লবণ (এক চিমটিরও কম)। পুরোনো দই বা দইয়ের বীজ বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে জ্বালিয়ে নিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। পরে পুরোনো দই মিশিয়ে ফ্রিজে রেখে দিন। চিনি বাদ দিয়ে আপনি টক দই বসাতে পারেন।

চিঁড়া আম
এখন আমের মৌসুম। চারদিকে পাকা আমের ছড়াছড়ি। ইফতারে চিঁড়ার সঙ্গে পাকা আম রাখতে পারেন। সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নেবেন খাওয়ার সময়।

খই দই
সাধারণ নাস্তা হিসেবে খই বেশ প্রিয় আমাদের কাছে। তবে এই গরমে ইফতারে আপনি দই এর সঙ্গে খই রাখতে পারেন। সঙ্গে আপনার পছন্দমতো কিছু ফল যোগ করতে পারেন। তবে খই আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই।

লেবু চিঁড়া
চিঁড়ার সঙ্গে শুধু লেবুর রস এবং সামান্য লবণ মিশিয়েও ইফতার করতে পারেন। তবে যাদের লেবুর রসে গ্যাস্ট্রিক হয় তারা এটা এড়িয়ে চলবেন।

দুধ, কলা দিয়ে চিঁড়া
দুধ, কলা এবং চিঁড়া এই তিনটি খাবার একসঙ্গে বেশ সুস্বাদু। চিঁড়া আগে থেকে ভিজিয়ে রাখবেন। দুধ গরম করে ঠাণ্ডা করে রাখবেন।

ইফতারে যথাসম্ভব ভাজা খাবার এড়িয়ে চলুন। আর পুরো রমজান জুরে আপনার খাবার তালিকায় এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারগুলো রাখতে ভুলবেন না।

ট্যাগস :

সাদা পতাকা উড়িয়ে ‘পরাজয় স্বীকার’ করল ভারত

স্বাস্থ্যকর ইফতার !

আপডেট সময় : ১১:৪২:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

এই গরমে রোজা রাখাটা বেশ কষ্টকর। মূলত এবার তাপমাত্রার প্রকোপ অনেক বেশি এবং রোজার সময়ের ব্যবধান ও বেশি। তাই চেষ্টা করুন সারাদিন রোজা রাখার পর কিছু স্বাস্থ্যকর এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়ার।

সেক্ষেত্রে আপনার ইফতারের তালিকায় প্রথমে রাখুন ভেজানো চিঁড়া। এটি বেশ স্বাস্থ্যকর। এর ফাইবার আপনার ক্ষুধা মেটায় খুব দ্রুত কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই।

তবে প্রতিদিন শুধু ভেজা চিঁড়া খেতে কারোরই ভালো লাগার কথা নয়। তাই আসুন জেনে নিই এই রমজানে প্রতিদিনের ইফতারিতে চিঁড়া কত ভাবে পরিবেশন করা যাবে।

দই চিঁড়া
রমজান বাদেও অন্যান্য সময় আমরা অনেকে রাস্তার পাশ থেকে বা বাসায় দই চিঁড়া খেয়ে থাকি। এর গুণাগুণের কারণে এটি আমাদের কাছে এতো প্রিয়। চিঁড়া খাওয়ার কিছুক্ষণ আগেই ভিজিয়ে রাখলে হয়। তবে দই যদি আপনি বাসায় বসাতে চান সেক্ষেত্রে আপনার জন্য আছে নিচের রেসিপিটি।

বাসায় দই বানানোর জন্য আপনার দরকার হবে- দুধ ১ লিটার, চিনি ২৫০ গ্রাম, পুরোনো দই ১০০ গ্রাম অথবা আধা কাপ, ৩/৪ টুকরা এলাচ এবং দারুচিনি এবং সামান্য লবণ (এক চিমটিরও কম)। পুরোনো দই বা দইয়ের বীজ বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে জ্বালিয়ে নিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। পরে পুরোনো দই মিশিয়ে ফ্রিজে রেখে দিন। চিনি বাদ দিয়ে আপনি টক দই বসাতে পারেন।

চিঁড়া আম
এখন আমের মৌসুম। চারদিকে পাকা আমের ছড়াছড়ি। ইফতারে চিঁড়ার সঙ্গে পাকা আম রাখতে পারেন। সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নেবেন খাওয়ার সময়।

খই দই
সাধারণ নাস্তা হিসেবে খই বেশ প্রিয় আমাদের কাছে। তবে এই গরমে ইফতারে আপনি দই এর সঙ্গে খই রাখতে পারেন। সঙ্গে আপনার পছন্দমতো কিছু ফল যোগ করতে পারেন। তবে খই আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই।

লেবু চিঁড়া
চিঁড়ার সঙ্গে শুধু লেবুর রস এবং সামান্য লবণ মিশিয়েও ইফতার করতে পারেন। তবে যাদের লেবুর রসে গ্যাস্ট্রিক হয় তারা এটা এড়িয়ে চলবেন।

দুধ, কলা দিয়ে চিঁড়া
দুধ, কলা এবং চিঁড়া এই তিনটি খাবার একসঙ্গে বেশ সুস্বাদু। চিঁড়া আগে থেকে ভিজিয়ে রাখবেন। দুধ গরম করে ঠাণ্ডা করে রাখবেন।

ইফতারে যথাসম্ভব ভাজা খাবার এড়িয়ে চলুন। আর পুরো রমজান জুরে আপনার খাবার তালিকায় এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারগুলো রাখতে ভুলবেন না।