ঝিনাইদহে বিআরটিএ অফিসে এবার দালালের কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহ বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় মিজানুর রহমান নামের দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার দুপুরে তিনি এ অভিযান চালান। জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিআরটিএ অফিসে অভিযান চালায়। সেসময় বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। অভিযান কালে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেজবাউল করিম দালাল মিজানুর রহমানকে ৭ দিনের কারাদন্ড প্রদাণ করেন। নবাগত জেলা প্রশাসক সেসময় বলেন, সরকারি দপ্তরের সেবা আরও সুষ্ঠুভাবে প্রদাণ করার জন্য আগামীতে এ ধরনের অভিযান অব্যহত রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বিআরটিএ অফিসে এবার দালালের কারাদন্ড

আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহ বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় মিজানুর রহমান নামের দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার দুপুরে তিনি এ অভিযান চালান। জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিআরটিএ অফিসে অভিযান চালায়। সেসময় বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। অভিযান কালে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেজবাউল করিম দালাল মিজানুর রহমানকে ৭ দিনের কারাদন্ড প্রদাণ করেন। নবাগত জেলা প্রশাসক সেসময় বলেন, সরকারি দপ্তরের সেবা আরও সুষ্ঠুভাবে প্রদাণ করার জন্য আগামীতে এ ধরনের অভিযান অব্যহত রাখা হবে।