রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সাংবাদিক এইচ এম বাদলের উপর নির্যাতনের ঘটনায় কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অা:লীগ সভাপতি গোলাম কিবরিয়া সিকদার সহ ৯ জনের বিরুদ্ধে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন ঝালকাঠির অাদালত। মঙ্গলবার সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট অাদালতের বিজ্ঞ বিচারক রুবাইয়া অামেনা এই অাদেশ দেন।
গত ২০ মে রাতে বিএমএসএফ জেলা কমিটির নেতৃবৃন্দ মিলে সাংবাদিক বাদলের উপর হামলা করায় কাঠালিয়া থানায় অভিযোগ জানাতে যাই এবং লিখিত অভিযোগ দেই কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি ) এম অার শওকত অানোয়ার ইসলাম উপজেলা চেয়ারম্যানকে অাসামী করায় মামলা গ্রহন না করে অাদালতে মামলা করার পরামর্শ দেন।
এ ঘটনায় ২১মে রবিবার সাংবাদিক বাদল বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট অাদলতে হাজির হয়ে উপজেলা চেয়ারম্যানকে প্রধান অাসামী করে ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি নালিশী মামলা দায়ের করেন। মামলায় অপর অাসামীরা হলো কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগী মনির হোসেন (ওরফে জামাই মনির), শহিদুল ইসলাম, সেলিম হাওলাদার, মো: অানিচ, মনির খান, এনাম কাজী,মিলন মাষ্টার ও মিলন সিকদার।
এ বিষয় ঝালকাঠি জেলা বিএমএসএফ’র সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক অাজমীর তালুকদার জানান, গত ১৬ মে ঢাকাস্থ বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ঝালকাঠি-১ অাসনের এম পি বি এইচ হারুনকে নিয়ে গনমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে শেয়ার হওয়ার সংবাদে লাইক দেয়ার অভিযোগে বাদলকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় রড দিয়ে পিটিয়ে অাহত করে উপজেলা চেয়ারম্যান কিবরিয়া ও তার সন্ত্রাসী বাহিনী। উক্ত ঘটনার প্রেক্ষিতে ঝালকাঠি জেলা বিএমএসএফ’র পক্ষ থেকে নির্যাতনকারীদের বিচারের দাবীতে মানব বন্ধন করে। মানববন্ধন চলাকালীন সময় চেয়ারম্যান কিবরিয়া সিকদারে সন্ত্রাসী বাহিনীর প্রধান মনির ওরফে জামাই মনির মুঠোফোনে জেলা বিএমএসএফ কমিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামকে মানববন্ধন কর্মসূচি বন্ধের হুমকি দেয়। মনিরের হুমকিতে মানববন্ধন কর্মসূচি বন্ধ না করায় ঐ দিন দুপুরে মনির (ওরফে জামাই মনির) কাঠালিয়া বিএমএসএফ কার্যালয় তালা দেয়। সাংবাদিক বাদলকে উপজেলা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিচারেরর দাবী জেলা বিএমএসএফ কমিটির পক্ষ থেকে মানববন্ধন করার সময় উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর প্রধান মনির (ওরফে জামাই মনির) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে মুঠোফোনে মানববন্ধন বন্ধ করার হুমকি দেয়। অামরা এই হুমকির প্রতিবাদে দেশের সকল জেলা-উজেলা কমিটির পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে সাংবাদিক বাদলকে নির্যাতনের বিচার ও সাংবাদিকদের জন্য যুগোপযোগী অাইন প্রনয়নের দাবীতে স্মারক লিপি প্রদান করেছি।